Rahul Gandhi: বঙ্গ সফরে কাটছাঁট, তড়িঘড়ি দিল্লি ফিরছেন রাহুল গান্ধী

বৃহস্পতিবার সকালেই অসম থেকে বাংলায় ঢোকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা। তবে বেলা বাড়তেই জানা যায় দিল্লি ফিরে যাচ্ছেন রাহুল গান্ধী।…

বৃহস্পতিবার সকালেই অসম থেকে বাংলায় ঢোকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা। তবে বেলা বাড়তেই জানা যায় দিল্লি ফিরে যাচ্ছেন রাহুল গান্ধী। বঙ্গ সফর কাটছাঁট করে দিল্লি ফিরে যাচ্ছেন সোনিয়া পুত্র।

জানা গিয়েছে হাসিমারা থেকেই ফিরে যাচ্ছেন রাহুল গান্ধী। দরকারি কাজ পড়ে যাওয়াতেই তিনি তড়িঘড়ি দিল্লিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে। আজকের পূর্বপরিকল্পিত সভাও বাতিল। আবার ২৮ তারিখে রাহুল গান্ধী বাংলায় ফিরে আসবেন বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার অসমের গোলকগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের কোচবিহারে ঢোকেন রাহুল গান্ধী। তাঁকে এ রাজ্যে বরণ করতে তৈরি প্রদেশ কংগ্রেস ও বাম নেতারা। ন্যায়যাত্রার ১২ দিনে কোচবিহার থেকে রাতেই অলিপুরদুয়ারে আসার কথা ছিল রাহুলের। শুক্র ও শনিবার বিশ্রামের পর রবিবার জলপাইগুড়ি, দার্জিলিং জেলার শিলিগুড়ি হয়ে উত্তর দিনাজপুর। পরে বিহারে ঢুকে হয়েই ফের মালদহ, মুর্শিদাবাদ। রাজ্যের রোডম্যাপ। রাহুলের যাত্রায় তৈরি প্রদেশ কংগ্রেস। কোচবিহারে সব দেখছেন অধীর। বুধবার সন্ধ্যায় বক্সিরহাটে প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্য কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরি-সহ অন্যান্য নেতৃত্ব।

কংগ্রেসের তরফে জানা গিয়েছে, ৬টি জেলা এবং ৬টি লোকসভা কেন্দ্রের ৫২৩ কিলোমিটার যাবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। দার্জিলিং, রায়গঞ্জ, উত্তর, দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদের দুটি লোকসভা আসন কভার করা হবে পাঁচদিনের মধ্যে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এটাই রাহুল গান্ধীর প্রথম বাংলা সফর।