কারুর পদদলিত দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ রাহুলের, স্ট‌্যালিন ফোন কংগ্রেস নেতার

কারুর মাটি যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। উল্লাস আর উৎসবের মাঝে হঠাৎই ছন্দপতন— পদদলিত হয়ে প্রাণ হারান অন্তত ৪০ জন, যাঁদের মধ্যে শিশুদের সংখ্যাও…

congress-leader-rahul-gandhi-seeks-updates-from-stalin-on-karur-incident

কারুর মাটি যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। উল্লাস আর উৎসবের মাঝে হঠাৎই ছন্দপতন— পদদলিত হয়ে প্রাণ হারান অন্তত ৪০ জন, যাঁদের মধ্যে শিশুদের সংখ্যাও নেহায়েত কম নয়। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়, একটি রাজনৈতিক সমাবেশে, যেখানে উপস্থিত ছিলেন অভিনেতা-রাজনীতিবিদ বিজয়। এই মর্মান্তিক ঘটনায় গোটা রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। আর এই অবস্থায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) স্বয়ং ফোন করে খোঁজ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট‌্যালিনের কাছ থেকে।

Advertisements

সূত্র অনুযায়ী, সোমবার রাহুল গান্ধী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট‌্যালিনের সঙ্গে ফোনে কথা বলেন এবং কারুর এই হৃদয়বিদারক ঘটনার খোঁজখবর নেন। তিনি জানতে চান, কতটা তৎপরতার সঙ্গে আহতদের চিকিৎসা ও উদ্ধার কাজ চলছে। এ ছাড়াও, তিনি অভিনেতা বিজয়কে ফোন করে সমবেদনা জানান তাঁর সমর্থকদের মৃত্যুতে। বিজয় যে গাড়ির উপর থেকে ভাষণ দিচ্ছিলেন, তার ঠিক পেছনে এই দুর্ঘটনার সূত্রপাত।

   

ঘটনার বিবরণ অনুযায়ী, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের কিছু পরে বিজয়ের গাড়ির পেছনে একটি গাছে বেশ কয়েকজন সমর্থক উঠেছিলেন ভালোভাবে তাঁকে দেখার জন্য। আচমকা সেই গাছের ডাল ভেঙে পড়ে, এবং সমর্থকরা নিচে থাকা ঘন জনতার ওপর পড়ে যান। প্রায় ৫০ মিটার দূর অবধি ছড়িয়ে পড়া এই বিশৃঙ্খলার ঢেউ মুহূর্তে আতঙ্কে পরিণত হয়। অনেকে পড়ে যান, কেউ উঠে দাঁড়াতে পারেননি। হুড়োহুড়ির জেরে পদদলিত হয়ে প্রাণ হারান বহু সাধারণ মানুষ। উপস্থিত অনেকেই তখন কিছুই বুঝে উঠতে পারেননি— কোথা থেকে শুরু হলো সেই মৃত্যুমিছিল।

এই ঘটনার পরই তৎপর হয় প্রশাসন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু যাঁদের প্রাণ গেল, তাঁদের আর ফেরানো যায়নি। এই ঘটনায় চরম উদ্বেগ ও দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী এম কে স্ট‌্যালিন। তিনি ঘটনাস্থলে প্রশাসনিক তৎপরতা জোরদার করার নির্দেশ দেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে বলেন।

রাহুল গান্ধীর ফোন পেয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্টালিন এক্স-এ লেখেন, “ধন্যবাদ, প্রিয় ভাই রাহুল গান্ধী, কারুর মর্মান্তিক ঘটনার বিষয়ে ফোন করে খোঁজ নেওয়ার জন্য এবং আহতদের চিকিৎসা ও সুরক্ষার বিষয়ে আপনার আন্তরিক উদ্বেগ জানানোর জন্য।” অন্যদিকে, রাহুল গান্ধী বিজয়কেও ফোন করে জানান যে তিনি এই দুর্ঘটনার খবর শুনে গভীরভাবে মর্মাহত।