‘মোদী-আদানি এক হ্যায়…’ লেখা জ্যাকেট পরে বিজেপির বিরুদ্ধে সরব রাহুল-প্রিয়াঙ্কা

 সংসদ চত্বরে বৃহস্পতিবার এক অভিনব প্রতিবাদের সামিল কংগ্রেস নেতা রাহুল গান্ধী  (Rahul Gandhi)। শীতের সকালে কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং লোকসভার নতুন সদস্য প্রিয়ঙ্কা গান্ধী বঢরা…

Congress leader Rahul Gandhi and Priyanka Gandhi demostrate protest against PM Narendra Modi

 সংসদ চত্বরে বৃহস্পতিবার এক অভিনব প্রতিবাদের সামিল কংগ্রেস নেতা রাহুল গান্ধী  (Rahul Gandhi)। শীতের সকালে কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং লোকসভার নতুন সদস্য প্রিয়ঙ্কা গান্ধী বঢরা এবং কংগ্রেসের অন্যান্য সংসদ সদস্যরা প্রতিবাদের এক নতুন রূপ তুলে ধরলেন। তাঁদের গায়ে ছিল বিশেষ এক ধরনের জ্যাকেট, যার পিঠে গোল ছাপায় লেখা ছিল, ‘মোদী-আদানি এক হ্যায়’। এই প্রতিবাদের অংশ ছিলেন রাহুল গান্ধীও। তবে বরাবরের মতো শীতের পোশাক এড়িয়ে রাহুল তাঁর সিগনেচার টি-শার্টেই উপস্থিত হন, যাতে একই বার্তা ছাপা ছিল। 

চিন্ময়কৃষ্ণর ‘রাষ্ট্রদ্রোহ’ মামলায় আইনজীবী খুনে ধৃত চন্দন, চট্টগ্রাম সরগরম

   

সম্প্রতি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন আদালতে একাধিক অভিযোগ সামনে এসেছে। এই ইস্যুতে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা উত্তাল। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল সংসদের ভিতরে এবং বাইরে আদানি ইস্যুতে আলোচনা চেয়ে সরব হয়েছেন। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার আদানি গোষ্ঠীকে রক্ষা করার জন্য সংসদে এই বিষয়ে আলোচনা করতে দিচ্ছে না। এর জেরে প্রায় প্রতিদিন অধিবেশন পণ্ড হচ্ছে।

এই পরিস্থিতিতে বিরোধী দলের সদস্যরা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের জন্য অভিনব পন্থা অবলম্বন করলেন। তাঁদের দাবি, সরকার এবং আদানি গোষ্ঠীর মধ্যে স্বার্থের সম্পর্ক রয়েছে, যা দেশের গণতন্ত্র এবং অর্থনীতির জন্য মারাত্মক হুমকি।

বৃহস্পতিবারের এই প্রতিবাদ ছিল অভিনব এবং নজরকাড়া। সংসদের চত্বরে দাঁড়িয়ে জ্যাকেট এবং টি-শার্টে লেখা বার্তা নিয়ে বিরোধীরা তাঁদের অবস্থান স্পষ্ট করেন। এই প্রতিবাদ শুধুমাত্র শীতকালীন আবহাওয়ার সঙ্গে মানানসই নয়, এটি সরাসরি একটি রাজনৈতিক বার্তাও বহন করেছে। 

গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশে ট্রেন পাঠাল ভারত

প্রিয়ঙ্কা গান্ধীর উপস্থিতি এই প্রতিবাদে বিশেষ তাৎপর্যপূর্ণ। সদ্য লোকসভার সদস্য হিসেবে তাঁর প্রবেশ কংগ্রেসে নতুন শক্তি সঞ্চার করেছে। তাঁর নেতৃত্বে এই ধরনের সৃজনশীল প্রতিবাদ কংগ্রেসের জনসংযোগ প্রচেষ্টায় একটি নতুন মাত্রা যোগ করছে।

রাহুল গান্ধী, যিনি বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধারালো সমালোচনায় পরিচিত, তিনিও এই প্রতিবাদের অংশ হন। যদিও তিনি শীতের পোশাক পরেননি, তাঁর পিঠে থাকা বার্তাটি স্পষ্ট করে দেয় যে আদানি ইস্যুতে তিনি এবং কংগ্রেস কোনোভাবেই পিছু হটতে রাজি নন। রাহুল গান্ধীর এই প্রতীকী প্রতিবাদ তাঁর ব্যক্তিগত ধাঁচ এবং রাজনৈতিক কৌশলের সঙ্গে একাত্ম।

চিনের ‘সিল্ক রুটে’র পাল্টা ‘কটন রুট’ চালু ভারতের, বড় সঙ্গী ইতালি

এই প্রতিবাদের বিষয়ে সরকার এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে, সংসদের অধিবেশনে আদানি ইস্যুতে ক্রমাগত হট্টগোল এবং অধিবেশন স্থগিত হওয়া সরকারের উপর চাপ সৃষ্টি করছে। বিরোধীরা এই ইস্যুকে সামনে রেখে সরকারের কর্পোরেট সংযোগ এবং দুর্নীতির অভিযোগ তুলছে, যা আগামী নির্বাচনের প্রচারে গুরুত্বপূর্ণ হতে পারে।