Ram Mandir: ‘রাম মন্দিরকে শুদ্ধিকরণ করা হবে’, বললেন কংগ্রেস নেতা

লোকসভা ভোটের মুখে কংগ্রেস নেতাদের বিতর্কিত কথা বলার রেওয়াজ জারি রয়েছে। এবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন কংগ্রেস নেতা নানা পাটোলে। তাঁর মুখে উঠে এল এবার রাম মন্দিরের (Ram Mandir) শুদ্ধিকরণের কথা।

তিনি বলেন, অযোধ্যায় রাম মন্দির বিজেপি সরকার সঠিক পদ্ধতি ও ঐতিহ্যে তৈরি করেনি। এখানেই থেমে না থেকে নানা পাটোলে (Nana Patole) আরও বলেন, ‘লোকসভা নির্বাচনের পর ইন্ডি জোট ক্ষমতায় এলে আমরা অযোধ্যায় রাম মন্দিরকে শুদ্ধ করব।’ কংগ্রেস নেতা বলেন, শঙ্করাচার্য রাম মন্দির নির্মাণের বিরোধিতা করছেন, কিন্তু বিজেপি সরকার শোনেনি, যার কারণে এখন চার শঙ্করাচার্য রাম মন্দিরকে শুদ্ধ করবেন।

   

তিনি আরও বলেন, চার শঙ্করাচার্যও নিজেদের মতো করে রাম দরবার প্রতিষ্ঠা করবেন। পাটোলে বলেন, ‘মন্দিরে ভগবান রামের মূর্তি নয়, রয়েছে রামলালার শিশুরূপের মূর্তি। নরেন্দ্র মোদী রাম মন্দির নির্মাণে প্রোটোকলের বিরুদ্ধে কাজ করেছেন এবং আমরা ধর্মের মাধ্যমে এটি সংশোধন করব।’

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন