Kirti Azad: মমতা শরণং…দলবদলে ‘কীর্তিমান’ আজাদ এবার TMC শিবিরে

তবে কংগ্রেসের বড় ক্ষতি সুস্মিতার দলত্যাগ

Kirti Azad

News Desk: কখনও তিনি সোনিয়া শরনং তো কখনও মোদী শরনং এমনই কীর্তি দেখিয়ে চলেছেন খ্যাতিমান ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti Azad)। বিজেপি, কংগ্রেস হয়ে এবার টিএমসি শিবিরে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার।

কীর্তি আজাদ যে কংগ্রেস ছাড়ছেন সেটি এআইসিসির কাছে স্পষ্ট। সর্বভারতীয় কংগ্রেস ছেড়ে এবার আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সদস্যতা নিতে প্পস্তুত তিনি। সূত্রের খবর, দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি টিএমসি হয়ে যাবেন। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন কীর্তি আজাদ।

   

সূত্রের খবর, কংগ্রেস তথা ইউপিএ সরকার গঠনের স্বপ্ন দেখেছিলেন কীর্তি। তবে এনডিএ সরকার ধরে রাখে। তাঁকে ফিরিয়ে নিতে অস্বীকার করে বিজেপির সংসদীয় বোর্ড।

mamata banerjee

কীর্তি আজাদকে টেনে নিলেও এখনও পর্যন্ত কংগ্রেস শিবিরে বড়সড় ধাক্কা মমতা দিয়েছেন অসমের শিলচরের নেত্রী সুস্মিতা দেবকে ছিনিয়ে এনে। কংগ্রেসের সর্বভারতীয় বাংলাভাষী নেত্রী সুস্মিতা দেব এখন টিএমসি সাংসদ। তিনি ত্রিপুরায় দলের হয়ে সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন। কেন্দ্রীয় রাজনীতির জবরদস্ত নেতা ছিলেন সন্তোষ মোহন দেব। ইন্দিরা গান্ধী ঘনিষ্ঠ সন্তোষ কন্যা সুস্মিতার বিশেষ কদর আছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতার কাছে।

তবে হেভিওয়েট কীর্তি আজাদ। তিনিও ক্রিকেটার থেকে কেন্দ্রীয়স্তরের রাজনীতিতে বেশ আলোচিত। বিহারের দ্বারভাঙ্গার সাংসদকে টেনে এনে মমতার চমক নিয়ে আলোচনা চলছে। আপাতত টিএমসিতে দুই খ্যাতিমান ক্রীড়াবিদ। আগেই এসেছেন আন্তর্জাতিক খ্যাতি পাওয়া টেনিস তারকা লিয়েন্ডার পেজ। তাঁকে গোয়ার বিধানসভা ভোটে নামাচ্ছেন মমতা। এবার এলেন ১৯৮৩ সালের বিশ্বাকাপ ক্রিকেট জয়ী দলের সদস্য কীর্তি আজাদ। তাঁকে টেনে বিহারের দিকে নজর দিলেন মমতা? রাজধানীতে গুঞ্জন এমনই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন