‘BJP ওয়াশিং মেশিন আর মোদী ওয়াশিং পাওডার’, ফের বেলাগাম কংগ্রেস নেতা

ফের একবার বেলাগাম মন্তব্য করলেন কংগ্রেস নেতা পবন খেরা। শনিবার সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা পবন খেরা। আজ সকলের সামনে টেবিলে একটি ওয়াশিং মেশিন ছিল।…

ফের একবার বেলাগাম মন্তব্য করলেন কংগ্রেস নেতা পবন খেরা। শনিবার সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা পবন খেরা। আজ সকলের সামনে টেবিলে একটি ওয়াশিং মেশিন ছিল। তাতে বিজেপি (BJP)-র ওয়াশিং মেশিন লেখা ছিল। পবন খেরা বলেন, ‘বিজেপি কোটি কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতাদের দলে নিয়ে মামলা প্রত্যাহার করে নেয়।’

তিনি বলেন, ‘বিজেপির কাছে এমন একটি ওয়াশিং মেশিন রয়েছে, যাতে ১০ বছরের পুরনো মামলা দিলেও অভিযুক্ত অক্ষত অবস্থায় বেরিয়ে আসে। মেশিনের পাশাপাশি রয়েছে এই অসাধারণ মোদী ওয়াশিং পাউডার। বিরোধী নেতাদের ভয় দেখাতে সিবিআই, ইডি, আয়কর দফতরের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করে একটি কাগজও প্রকাশ করেছেন খেরা।’

   

লোকসভা ভোটের মুখে কংগ্রেস নেতার বক্তব্য, ‘আমরা আপনাদের বিক্রি করতে পারব না বা আপনি এই জাতীয় ওয়াশিং মেশিনও কিনতে সক্ষম হবেন না কারণ কেবলমাত্র একজনের নিজের ৮,৫৫২ কোটি টাকার মেশিন থাকতে পারে, তার নাম নরেন্দ্র মোদী।’ পবন খেরা বিরোধীদের ৫১ টি মামলা তালিকাভুক্ত করেছেন যার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতা ও তাদের ঘনিষ্ঠ দলের বিরুদ্ধে মামলা রয়েছে এমন ২০টি মামলার হিসাব দিয়েছেন তিনি, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

পবন খেরা বলেছেন যে, ‘এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল এর জলজ্যান্ত উদাহরণ। তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগ তুলেছে বিজেপি। তিনি যখন এনসিপি ভেঙে বিজেপিতে যোগ দিলেন, তখন তাঁর সব দাগ পরিষ্কার হয়ে গেল। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মারও একই গল্প।’