২০০ টাকার প্রতারণা! তেজস্বী যাদব-সহ একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের

পাটনা: বিহারের রাজনীতিতে ফের চাঞ্চল্য। বিরোধী দলনেতা তেজস্বী যাদব-সহ মহাগঠবন্ধনের বেশ কয়েকজন নেতার নামে প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের হল দারভাঙ্গা জেলার সিংহোয়াড়া থানায়। অভিযোগ এনেছেন…

Complaint Against Tejashwi Yadav

পাটনা: বিহারের রাজনীতিতে ফের চাঞ্চল্য। বিরোধী দলনেতা তেজস্বী যাদব-সহ মহাগঠবন্ধনের বেশ কয়েকজন নেতার নামে প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের হল দারভাঙ্গা জেলার সিংহোয়াড়া থানায়। অভিযোগ এনেছেন সেখানকারই এক গৃহবধূ, গুড়িয়া দেবী।

Advertisements

প্রতারণার অভিযোগ

গুড়িয়া দেবীর দাবি, ‘মাই বহিন মান যোজনা’-র সুবিধা পাওয়ার জন্য ফর্ম পূরণ করতে গিয়ে তাঁর কাছ থেকে ২০০ টাকা কেড়ে নেওয়া হয়। প্রকল্প অনুযায়ী প্রতি মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,৫০০ টাকা দেওয়ার কথা। কিন্তু অভিযোগকারীর বক্তব্য, ফর্মের নামে টাকা নেওয়ার পাশাপাশি আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বরের মতো ব্যক্তিগত তথ্যও সংগ্রহ করা হয়েছে।

   

এই অভিযোগের তালিকায় তেজস্বী যাদব ছাড়াও রাজ্যসভা সাংসদ সঞ্জয় যাদব, আরজেডি নেতা ঋষি মিশ্র এবং প্রাক্তন কংগ্রেস প্রার্থী মাসকুর আহমদ উসমানির নাম রয়েছে। সিংহোয়াড়া থানার পুলিশ ইতিমধ্যেই এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে।

‘মাই বহিন মান যোজনা’ Complaint Against Tejashwi Yadav

উল্লেখ্য, কংগ্রেস ঘোষিত ‘মাই বহিন মান যোজনা’ মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের মাসিক ২,৫০০ টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। লক্ষ্য, তাঁদের আর্থিকভাবে স্বনির্ভর করা এবং সামাজিক সিদ্ধান্তে অংশগ্রহণ বাড়ানো। কিন্তু এই প্রকল্পকেই হাতিয়ার করে প্রতারণার অভিযোগ উঠতে শুরু করায় রাজনৈতিক অঙ্গনে ঝড় উঠেছে।

রাজনৈতিক মহলের মতে, অভিযোগের কেন্দ্রে তেজস্বী যাদবের নাম উঠে আসায় এর প্রভাব পড়তে পারে বিহারের আসন্ন নির্বাচনী সমীকরণে। বিরোধীদের অভিযোগ, এটি শুধু আর্থিক প্রতারণা নয়, সাধারণ মহিলাদের আস্থা এবং ব্যক্তিগত নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

Bharat: An FIR has been filed against Tejashwi Yadav and other Mahagathbandhan leaders in Bihar, alleging fraud under the ‘My Sister Respect Scheme.’ A woman in Darbhanga claims personal data and money were collected in exchange for scheme benefits. The case could impact Bihar’s political landscape.