HomeBharatHijab Row: গেরুয়া পতাকা বহনকারী পড়ুয়ারা 'জঙ্গি', আইনজীবী রানা আয়ুবের বিরুদ্ধে মামলা

Hijab Row: গেরুয়া পতাকা বহনকারী পড়ুয়ারা ‘জঙ্গি’, আইনজীবী রানা আয়ুবের বিরুদ্ধে মামলা

- Advertisement -

হিজাব ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে বিপাকে মহিলা আইনজীবী। মামলা দায়ের হল বিশিষ্ট আইনজীবী রানা আয়ুবের বিরুদ্ধে। সম্প্রতি এই আইনজীবী গেরুয়া পতাকা বহনকারী পড়ুয়াদের ‘জঙ্গি’ আখ্যা দিয়েছিলেন। তাঁর এহেন মন্তব্যকে ঘিরে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়।

এদিকে যে আইনজীবী মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন, তিনি আয়ুবের মন্তব্যকে ‘অবমাননাকর’ বলে অভিহিত করেছেন। আইনজীবী আশুতোষ জে দুবে, যিনি এই অভিযোগ দায়ের করেছেন, তিনি অভিযোগ করেছেন যে সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে রানা আয়ুব বলেছেন, “কর্ণাটকে গেরুয়া পতাকাধারী পড়ুয়ারা জঙ্গি। রানার বিরুদ্ধে পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন আরও এক আইনজীবী আশুতোষ দুবে।

   

গত বছরের ডিসেম্বর মাসে কর্ণাটকের উদুপি জেলার গভর্নমেন্ট পিইউ গার্লস কলেজে হিজাব পরিহিত একদল মেয়েকে প্রবেশে বাধা দেওয়ার পর এই বিতর্ক শুরু হয়। এই আকস্মিক পদক্ষেপের জন্য প্রশাসনের পক্ষ থেকে যে কারণটি উল্লেখ করা হয়েছিল তা হ’ল রাজ্য শিক্ষা মন্ত্রক কর্তৃক জারি করা যথাযথ পোশাক কোডের একটি সার্কুলার। উল্লিখিত সার্কুলার অনুযায়ী, শিক্ষার্থীদের হিজাব বা কোনও ধর্মীয় পোশাক পরার অনুমতি দেওয়া হয়নি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular