Imcom Tax: কোটি কোটি টাকার আয়কর বাকি! ভোটের আগে নোটিশ পেল লাল পার্টি

ভারতের কমিউনিস্ট পার্টি (CPI) কে 11 কোটি টাকার “বকেয়া” পরিশোধের দাবিতে আয়কর বিভাগ (income tax) একটি নোটিশ পাঠিয়েছে। এই নোটিশটি গত কয়েক বছরে ট্যাক্স রিটার্ন…

ভারতের কমিউনিস্ট পার্টি (CPI) কে 11 কোটি টাকার “বকেয়া” পরিশোধের দাবিতে আয়কর বিভাগ (income tax) একটি নোটিশ পাঠিয়েছে। এই নোটিশটি গত কয়েক বছরে ট্যাক্স রিটার্ন দাখিল করার সময় পুরানো প্যান কার্ডের কথিত ব্যবহারের সাথে সম্পর্কিত।

লোকসভা ভোটের আগে এমন কোটি কোটি টাকার আয়কর লঙ্ঘন নোটিশ পেয়ে হতবাক সিপিআই নেতৃত্ব। জানা যাচ্ছে, বাম দলটি কর কর্তৃপক্ষের নোটিশের বিরুদ্ধে লড়তে আইনি পরামর্শ নেবে।

CPI নেতৃত্ব সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন “আমরা আইনি সহায়তা চাইছি এবং আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করছি” ।

আরও পড়ুুন: রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়াই করছেন তাঁর বন্ধু সিপিআই দলের সাধারণ সম্পাদকের স্ত্রীhttps://kolkata24x7.in/india/rahul-gandhis-challenger-in-keralas-waynad-constituency-is-cpis-annie-raja-an-ally-of-the-india-bloc/

ট্যাক্স রিটার্নে অসঙ্গতির জন্য 1,823 কোটি টাকার বেশি আয়কর নোটিশ পেয়েছে জাতীয় কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখলেও গত 72 ঘন্টার মধ্যে 11টি আয়কর নোটিশ পেয়েছেন বলে দাবি করেছেন।

কংগ্রেস অভিযোগ করেছে যে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের “পঙ্গু” করার চেষ্টা করছে।