দেশের বাইরে রয়েছেন কয়লা কাণ্ডের অভিযুক্ত বিনয় মিশ্র, দেশে ফেরাতে সৃষ্টি হয়েছে জট

কয়লা ও গরু পাচার মামলায় নাম তদন্ত শুরু হওয়ার পর থেকেই উধাও অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র। এবার তাকে ফিরিয়ে আনা নিয়েই সৃষ্টি হয়েছে জটিলতা। কেন্দ্রীয়…

Hulia issued against TMC leader Binoy Mishra

কয়লা ও গরু পাচার মামলায় নাম তদন্ত শুরু হওয়ার পর থেকেই উধাও অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র। এবার তাকে ফিরিয়ে আনা নিয়েই সৃষ্টি হয়েছে জটিলতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) বলছে, তিনি এখন রয়েছেন ভানাতু নামের দক্ষিন প্রশান্ত মহাসাগরের এক দ্বীপরাষ্ট্রে। তাঁদের দাবি, সেখানেই বিনয় মিশ্র একেবারে অন্য নামে নাগরিকত্ব নিয়ে ফেলেছেন।

জানা যায়, ২০২০ সালেই দেশ ছেড়ে চলে গিয়েছেন বিনয়। তাঁর মাধ্যমেই কয়লা পাচারের কোটি কোটি টাকার লেনদেন হত, এমনই অভিযোগ উঠেছে। উদ্ধার করা হয়েছে তাঁর কোটি কোটি টাকার সম্পত্তি। তারপর থেকেও উধাও তিনি। আসানসোলে সিবিআই আদালতে তাঁর বাসস্থানের কথাই জানালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

   

এই আবহে বিনয়ের প্রত্যর্পণ নিয়ে তৈরি হয়েছে জট। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তদন্তকারীরা জানিয়েছেন, তাঁকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বহু দিন ধরে। তবে নতুন পরিচয় ও নাগরিকত্ব হওয়ায় সেই প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে। কয়লা পাচার মামলায় তাঁকে ফেরানোর জন্য ইন্টারপালের মাধ্যমে রেড কর্ণার নোটিশ জারি করেছে সিবিআই। বিশেষ আদালতের বিচারক তাকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিয়েছেন।

Advertisements

২০২০ সালে ভারত ছাড়ার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন তিনি। তদন্তকারীদের দাবি, গরু ও কয়লা পাচারের চক্রে তিনি ছিলেন অন্যতম ‘কাণ্ডারি’। অভিযোগ, এই চক্র থেকে যে বিপুল পরিমাণ টাকা উঠত, তার বড় অংশ নাকি তাঁর হাত দিয়েই ‘উপযুক্ত জায়গায়’ পৌঁছত। বিদেশের একাধিক ব্যাঙ্কে বিপুল অর্থ গচ্ছিত রয়েছে।

আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যে হলফনামা জমা দিয়েছে, তাতে রয়েছে বিনয়ের বিরুদ্ধে নানা তথ্যপ্রমাণ — যার মধ্যে অর্থ লেনদেনের খতিয়ান, বিদেশে সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্টের তথ্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। কিন্তু তাঁকে না পেলে তদন্ত শেষ করা সম্ভব নয় বলেই জানাচ্ছে সিবিআই। জানা যাচ্ছে, তাঁকে দেশে ফেরানোর জন্য হলফনামায় সই করার জন্যই বিচারক অরিন্দম চট্টোপাধ্যায়ের কাছে আবেদন করেছে সিবিআই। হলফনামা বিদেশ মন্ত্রকের কাছে পাঠাবে সিবিআই।