প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা, ভরা মঞ্চে উঠে এল ব্যক্তি

siddaramaiah

ফের প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা (CM Security Breach)। মুখ্যমন্ত্রী থাকাকালীন স্টেজে দৌড়ে উঠে এলেন ব্যক্তি। যদিও নিরাপত্তারক্ষীরা দ্রুত সেই ব্যক্তিকে ধরে ফেলে। আসলে ঘটনাটি ঘটেছে কর্ণাটকে।

জানা গিয়েছে, আজ রবিবার বেঙ্গালুরুতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার একটি অনুষ্ঠানে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার উপস্থিতির মঞ্চের দিকে ছুটে যায়। এরপরেই সুরক্ষা লঙ্ঘনের অভিযোগ ওঠে। পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেয় এবং মঞ্চে থাকা ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। যদিও এহেন ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।

   

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন