HomeBharatতিরুপতির মন্দিরে পশুর চর্বি মিশ্রিত প্রসাদ, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

তিরুপতির মন্দিরে পশুর চর্বি মিশ্রিত প্রসাদ, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

- Advertisement -

দেশে নতুন করে এক নক্ক্যারজনক ঘটনা ঘটে গেল। বিশ্বখ্যাত তিরুপতি মন্দিরের (Tirupati Laddu) লাড্ডু প্রসাদে পশুর চর্বির ব্যবহারের অভিযোগ উঠেছে। আর এই নিয়ে দেশজুড়ে তুমুল হট্টগোল শুরু হয়েছে। কেউ হয়তো ভাবতেও পারেননি যে এমন একটা ঘটনা ঘটবে দেশে। আর এই নিয়ে গর্জে উঠেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। ‘কাউকে রেয়াত করা হবে না’ বলে সাফ জানালেন তিনি।

আসলে বিষয়টি তিনিই সকলের সামনে তুলে ধরেছিলেন। কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু পূর্বতন ওয়াইএসআরসিপি সরকারের বিরুদ্ধে পূর্ববর্তী সরকারের সময় বিশ্বখ্যাত তিরুপতির লাড্ডুতে পশুর চর্বি ব্যবহার করার অভিযোগ করেছিলেন। এনডিএ পরিষদীয় দলের বৈঠকে নাইডু দাবি করেন, তিরুমালা লাড্ডুও নিম্নমানের উপাদান দিয়ে তৈরি।

   

মন্দির কর্তৃপক্ষ ঘিয়ের পরিবর্তে প্রাণীর চর্বি ব্যবহার করছে বলে দাবি ওঠে। একই সঙ্গে ল্যাবের রিপোর্টেও লাড্ডুতে ভেজাল ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। এই বিষয়ে টিডিপির মুখপাত্র আনাম ভেঙ্কট রামানা রেড্ডি বৃহস্পতিবার বলেন, “গুজরাটের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডে পরীক্ষার জন্য পাঠানো নমুনার ল্যাব রিপোর্টে প্রমাণিত হয়েছে যে তিরুমালায় সরবরাহ করা ঘি তৈরিতে গরুর মাংসের চর্বি, পশুর চর্বি, লার্ড এবং মাছের তেল ব্যবহার করা হয়েছিল।”

যারা ঠাকুর দেবতা নিয়ে থাকতে ভালোবাসেন বা চর্চা করেন তাঁদের কাছে এই তিরুপতি মন্দির অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত হয়। কিন্তু এবার বিশ্ব বিখ্যাত এই মন্দিরে এমন ঘটনার খবর চাউর হতেই সকলের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। ল্যাব রিপোর্ট প্রকাশের পরে সিএম নাইডুও প্রতিক্রিয়া জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘এই অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি যে ল্যাব রিপোর্ট পেয়েছি তা থেকে এটা স্পষ্ট যে প্রসাদের গুণগত মান আপস করা হয়েছিল, এতে অশুদ্ধ জিনিসের ভেজাল প্রকাশ পেয়েছে। এ সবের জন্য দায়ী কয়েকজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। কিছু মানুষকে কাজ থেকে ছাঁটাই করা হয়েছে।’

 

 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular