শ্রীনগর: টানা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর। শুক্রবার রামবন জেলায় মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত চার জনের মৃত্যু হয়েছে এবং আরও চার জন নিখোঁজ। হঠাৎ নেমে আসা পাহাড়ি জলের স্রোতে ভেসে গিয়েছে একাধিক বাড়িঘর, বেশ কয়েকটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।
রামবনের পরিস্থিতি
রাজগড়ের উঁচু এলাকায় মেঘভাঙার জেরে সৃষ্ট এই বন্যায় গ্রামগুলো তছনছ হয়ে গিয়েছে। রামবন শহর শ্রীনগর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার দূরে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণকাজ চলছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে প্রশাসন। স্থানীয়দের সহায়তায় মোতায়েন করা হয়েছে একাধিক দল।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত উপত্যকা Cloudburst in Jammu & Kashmir
গত এক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিতে জম্মু-কাশ্মীর জুড়ে নদীগুলো উপচে পড়ছে। বন্যার জলে ভেসে যাচ্ছে চাষের জমি, ঘরবাড়ি। পাহাড় থেকে নেমে আসছে পাথর, গাছ ও কাদামাটি, যা গ্রামীণ সড়ক যোগাযোগ সম্পূর্ণ ভেঙে দিয়েছে।
জাতীয় সড়ক যোগাযোগ বন্ধ
জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে— উপত্যকার সঙ্গে দেশকে যুক্ত রাখা একমাত্র সর্বকালীন সড়ক— টানা পাঁচ দিন ধরে বন্ধ। উদমপুর জেলার জাখেনি ও চেনানি এলাকায় ধস নামায় আটকে পড়েছেন ২,০০০-রও বেশি গাড়ি। একই সঙ্গে জম্মু অঞ্চলের আরও নয়টি আন্তঃজেলা সড়ক ধস ও ভাঙনের কারণে অচল হয়ে গিয়েছে।
বৈষ্ণোদেবী যাত্রায় বিপর্যয়
এর আগে সপ্তাহের শুরুতেই জম্মুর কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরগামী পথে ভয়াবহ ধস নেমে প্রাণ হারান অন্তত ৩১ জন। পর্বতের অংশ ভেঙে পড়ায় বহু যাত্রী নিখোঁজ হন। তার পর থেকেই বৈষ্ণোদেবীর যাত্রা স্থগিত রয়েছে।
আবহাওয়ার সতর্কবার্তা
আবহাওয়া দফতর শুক্রবার পুঞ্চ, রিয়াসি, রাজৌরি, কিষ্তওয়ার ও উদমপুরে হলুদ সতর্কতা জারি করেছে। বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবারের জন্য আরও জারি হয়েছে কমলা সতর্কতা, বিশেষত পুঞ্চ, কিষ্তওয়ার, জম্মু, রামবন ও উদমপুরে— যা আরও তীব্র বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে।
Bharat: A cloudburst in Jammu and Kashmir’s Ramban district has triggered devastating floods and landslides, leaving at least four people dead and several others missing. Heavy rainfall has disrupted road connectivity and caused extensive damage to homes and farmlands.