নতুন ফোন কিনে ট্রিট না দেওয়ায় বন্ধুদের হাতে খুন কিশোর

মর্মান্তিক ঘটনা দিল্লিতে। জানা গিয়েছে, নতুন ফোন কেনে এক কিশোর। তারপরে কিশোরের তিন বন্ধু তার কাছ থেকে ট্রিট চাই । কিশোর ট্রিট না দিলে তাদের…

ex-army man kills wife dismembers body

মর্মান্তিক ঘটনা দিল্লিতে। জানা গিয়েছে, নতুন ফোন কেনে এক কিশোর। তারপরে কিশোরের তিন বন্ধু তার কাছ থেকে ট্রিট চাই । কিশোর ট্রিট না দিলে তাদের মধ্যে বচসার সৃষ্টি হয়। এরপর বন্ধুদের হাতে খুন হতে হল ওই কিশোরকে বলে জানা গিয়েছে। এই ঘটনাটি ঘটেছে দিল্লির শকরপুরে। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত তিন বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, সোমবার টহল দেওয়ার সময় একটি সিঙারার দোকানের কাছে রক্তের দাগ দেখেতে পান তারা। এরপর দেখা যায় তার পাশেই এক কিশোরকে তিন কিশোর মিলে ছুরি দিয়ে অনবরত কোপাচ্ছে। পুলিশ ওই কিশোরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এলএনজেপি হাসপাতালে ভর্তি করায়। সেখানেই চিকিৎসা চলাকালিন কিশোরের মৃত্যু হয়।

   

হাসপাতাল সূত্রে খবর, একাধিক আঘাতের জেরে কিশোরের মৃত্যু হয়েছে। মৃত কিশোরের নাম শচিন। সে নবম শ্রেণীর ছাত্র। অভিযুক্ত বন্ধুরা কিশোরের সঙ্গে একই শ্রেণীতে পড়ত।

এই চাঞ্চল্যকর ঘটনায় ডেপুটি পুলিশ সুপার অপূর্বা গুপ্তা বলেন, “ঘটনার দিন শচীন ও তার এক বন্ধু ফোন কিনে বাড়ি ফিরছিল। সেই সময় আরও তিনবন্ধু শচীনকে খাওয়াতে বলে। তাতে রাজি না হওয়ায় তিন কিশোর তাকে ছুরি দিয়ে কোপাতে থাকে।” অভিযুক্ত তিন বন্ধুর বিরুদ্ধে সংহিতার ১০৩(১) ও ৩(৫) ধারায় মামলা রুজু করেছে। ট্রিট না দেওয়া ছাড়া আর অন্য কোনো কারন আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।