HomeBharatভারতের ৬০ কিমি ভিতরে চিনের সেনা! মোদী সরকার হতচকিত

ভারতের ৬০ কিমি ভিতরে চিনের সেনা! মোদী সরকার হতচকিত

- Advertisement -

চিনের সেনারা ভারতীয় ভূখণ্ডের ভিতরে 60 কিলোমিটারের মধ্যে ক্যাম্প স্থাপন করেছে বলে অভিযোগ। পড়শি দেশের সেনা অরুণাচল প্রদেশের আনজাউ জেলায় ভারতীয় ভূখণ্ডে 60 কিলোমিটার অগ্রসর হয়েছে  বলে জানা গেছে। চিনা হেফাজতে থাকা দুই নিখোঁজ ব্যক্তির খোঁজে একটি অমীমাংসিত মামলার মধ্যে এই অনুপ্রবেশ ঘটেছে।

India Today Ne জানাচ্ছে, চিনা সেনা পিপলস অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ডে অন্তত 60 কিলোমিটার অগ্রসর হয়েছে, আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্প স্থাপন করেছে। প্রায় এক সপ্তাহ আগে এই হামলার ঘটনা ঘটেছিল। সূত্রের মতে, স্থানীয়রা অনুপ্রবেশের কথা জানিয়েছিল ভারতীয় সেনাবাহিনীকে। অনুপ্রবেশের স্থানের নিকটতম ভারতীয় রক্ষী আইটিবিপি ক্যাম্প আন্তর্জাতিক ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাসে অবস্থিত।

   

জানা গেছে, প্রায় দুই বছর আগে নিখোঁজ হয় অরুণাচল প্রদেশের দুই ব্যক্তি। তাদের পরিবারের দাবি ওই দুই ব্যক্তি চিনা সেনার হেফাজতে ছিল। নিখোঁজদের একজনের ভাই দিশানসো চিক্রো বলেছেন, “আমাকে বলা হয়েছে যে তারা চিনা সেনাবাহিনীর হাতে ধরা পড়েছে। ভারতীয় সেনাবাহিনীর তরফে চিনের কাছে বিষয়টি উত্থাপন করা হয়, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।” সেই মামলার তদন্তে উঠে এসেছে ভারতের 60 কিমি অভ্যন্তরে চিনের সেনার অনুপ্রবেশের বিষয়টি। এর জেরে রীতিমত হতচকিত মোদী সরকার।

অতীতেও এই পয়েন্টে অনুপ্রবেশ ঘটেছে। একবার, 2022 সালের আগস্টে, চিনা সেনা হাদিগ্রা লেকের কাছে পরিকাঠামোর উন্নয়নের তদারকি করতে দেখা গেছে। 2020 সীমা লঙ্ঘন করে চিনের সেনা ভারতের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল। 2019 সালে ভারতীয় ভূখণ্ডের প্রায় 40 কিলোমিটার ভিতরে ডোইমরু নালার উপর একটি কাঠের সেতু নির্মাণ করেছিল চিনের সেনা।

মোট 3,488 কিলোমিটার চিন-ভারত সীমান্ত। এর মধ্যে অরুণাচল প্রদেশের সঙ্গে চিনের 1,126-কিলোমিটার সীমান্ত আছে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular