সীমান্ত সমাধান নিয়ে ফের বৈঠকে বসছে ভারত-চিন

লাদাখ সীমান্তে চলমান উত্তেজনার মাঝেই ফের বৈঠকে বসতে চলেছে ভারত ও চিন। সূত্রের খবর, আগামী ১৭ জুলাই দু’দেশের কর্পস কমান্ডারদের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা।

এলএসি-র বিতর্কিত এলাকাগুলি সমাধানের জন্য ১৬ তম দফার বৈঠক রবিবার পূর্ব লাদাখের চুশুল-মোল্ডো বৈঠকস্থলে চিন সীমান্তে বসবে এই বৈঠক। সূত্রের খবর, বিশেষ করে পূর্ব লাদাখ বরাবর এলএসি-র ১৫ নম্বর পেট্রোলিং পয়েন্টে (পিপি) ডিস এনগেজমেন্টের জন্য এই বৈঠক হবে। পিপি১৫-তে দুই দেশের সেনাবাহিনী গত দুই বছর ধরে একে অপরের মুখোমুখি হচ্ছে। তথ্য বলছে, পিপি-১৫ ছাড়াও দেপসাং প্লেইন এবং ডেমচকের মতো বিতর্কিত এলাকার সমাধানের বিষয়টিও ভারত নিতে পারে।

   

সেনাবাহিনীর লেহ-ভিত্তিক ১৪ কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অনিন্দ্য সেনগুপ্ত ভারতের পক্ষ থেকে অংশ নেবেন এবং মেজর জেনারেল ইয়াং লিন চিনের তরফ থেকে দক্ষিণ তিব্বত সামরিক জেলার প্রধান হবেন।

গত মাসে আকসাই চিন এলাকায় বড়সড় এয়ার-এক্সারসাইজ করেছিল চিন। সেইসময়ে ভারতের আকাশপথের খুব কাছে পৌঁছে গিয়েছিল চিনা যুদ্ধবিমান। সেই সময় ভারতীয় বায়ুসেনা লাদাখে তাদের বিমান ঘাঁটি থেকে যুদ্ধবিমানগুলিকে ‘স্ক্র্যাম্বল’ করেছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন