‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানকে লাইভ ইনপুট দিচ্ছিল চিন: বিস্ফোরক দাবি সেনা উপপ্রধানের

China gave Pak live inputs

নয়াদিল্লি: ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানগুলি নিয়ে পাকিস্তানকে রিয়েল টাইমে গোয়েন্দা তথ্য দিচ্ছিল চিন। এমন বিস্ফোরক দাবি করলেন ভারতীয় সেনার উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তাঁর বক্তব্যে উঠে এল যে, চার দিনের ওই সংঘাতে ভারত একসঙ্গে তিনটি প্রতিপক্ষের মোকাবিলা করেছিল- পাকিস্তান, চিন এবং তুরস্ক।

তিনি বলেন, “পাকিস্তান ছিল সম্মুখভাগে। কিন্তু চিন তাদের সর্বতোভাবে সহায়তা করছিল। তুরস্কও যে ধরনের সাহায্য করেছে, তা খুবই গুরুত্বপূর্ণ।”

   

চিনের কাছ থেকে সরাসরি তথ্য পাচ্ছিল পাকিস্তান

নয়াদিল্লিতে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI)-র একটি অনুষ্ঠানে জেনারেল সিং বলেন, সংঘর্ষ চলাকালীন ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (DGMO) স্তরে যখন আলোচনার চেষ্টা হচ্ছিল, তখন পাকিস্তান মন্তব্য করেছিল—“আমরা জানি, তোমাদের গুরুত্বপূর্ণ ভেক্টর প্রস্তুত আছে। অনুরোধ করব, সেটা সরিয়ে নাও।”
এই বক্তব্য থেকেই স্পষ্ট, পাকিস্তান চিনের কাছ থেকে সরাসরি গোয়েন্দা ইনপুট পাচ্ছিল বলে দাবি তাঁর।

চিন-পাকিস্তান সামরিক সখ্যতা নিয়ে কী বললেন সেনা উপপ্রধান? China gave Pak live inputs

জেনারেল সিং জানান, গত পাঁচ বছরের পরিসংখ্যান বলছে পাকিস্তানের সামরিক সরঞ্জামের ৮১%-ই চিনা উৎসের। তাঁর কথায়, “চিন তার অস্ত্রগুলো পাকিস্তানের মাধ্যমে কার্যত পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে। যেন এক ‘লাইভ ল্যাব’ হাতে পেয়েছে তারা।”

তিনি আরও বলেন, “চিন কখনও সরাসরি ময়দানে নামে না। বরং প্রতিবেশীকে দিয়ে যুদ্ধ করিয়ে নেয়। এটিই তাদের পুরনো কৌশল।”

চিনের প্রাচীন কৌশলের উদাহরণ টেনে আক্রমণ

‘থার্টি সিক্স স্ট্রাটেজেমস’ চিনের এক ঐতিহাসিক সামরিক কৌশল সংবলিত প্রবন্ধের উল্লেখ করে জেনারেল বলেন, “চিন হল সেই পুরনো ‘ভিকটিম’। ‘কিল বাই আ বোরোড নাইফ’ অর্থাৎ ধার করা ছুরি দিয়ে হত্যা করার কৌশল ব্যবহার করছে ওরা। নিজেরা সরাসরি সংঘর্ষে না গিয়ে পাকিস্তানের হাত ধরে ভারতের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে।”

তুরস্কও ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল

এই আলোচনায় সেনা উপপ্রধান আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন-তুরস্কের ভূমিকা। তিনি বলেন, “তুরস্কও পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল এবং যেভাবে তারা সাহায্য করেছে, তাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

উল্লেখ্য, তুরস্ক অতীতে বারবার পাকিস্তানকে তাদের ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ বলে সমর্থন জানিয়েছে। অপারেশন সিঁদুর চলাকালীন সেই ভূমিকাও ছিল দৃশ্যমান।

জেনারেল রাহুল সিং-এর বক্তব্যে স্পষ্ট, ‘অপারেশন সিঁদুর’-এ ভারত শুধু সীমান্ত লঙ্ঘনের মোকাবিলা করেনি, বরং একযোগে তিনটি দেশের যৌথ স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ সামলাতে হয়েছে। চিন ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা, এবং তার সঙ্গে তুরস্কের ভূমিকা এই সমীকরণ ভারতের জন্য কতটা উদ্বেগের, তা স্পষ্টভাবে তুলে ধরলেন সেনা উপপ্রধান। এই মন্তব্য নিঃসন্দেহে কূটনৈতিক ও প্রতিরক্ষা মহলে নতুন আলোচনার ঝড় তুলবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন