Chhattisgarh : এনকাউন্টারে নিকেশ ২ মাওবাদী

Maoists Propose One-Month Ceasefire, Seek Centre’s Nod for Peace Talks
Maoists Propose One-Month Ceasefire, Seek Centre’s Nod for Peace Talks

নিকেশ দুই মাওবাদী৷ নিরপত্তা রক্ষীদের ছোঁড়া গুলিতে দুজনের মৃত্যু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তেলেঙ্গানা (Chhattisgarh)-ছত্তিশগড় সীমান্তবর্তী জঙ্গলে করা হয়েছে এনকাউন্টার।

ছত্তিশগড়ে এদিন এক নাগাড়ে চলেছে গুলির লড়াই। শেষ পাওয়া খবর অনুযায়ী গুলির লড়াই কিছুটা স্তিমিত হয়েছে। মাঝে মাঝে শোনা যাচ্ছে বন্দুকের গর্জন।

   

জানা গিয়েছে, ছত্তিসগড়ের সুকমা জেলায় যৌথ অভিযান চালিয়েছে নিরাপত্তা রক্ষীদের একটি দল। গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল বাহিনী। ওই এলাকায় ৩০-৪০ জন লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার সকাল ৬ টা বেজে ৪৫ মিনিট নাগাদ থেকে শুরু হয়েছে সংঘর্ষ। সুকমা জেলার পুলিশের পক্ষ থেকে সংবাদ সংস্থায় জানানো হয়েছে, নোংপাল থানা এলাকার পাহাড়ি অঞ্চলে ভোর থেকে শুরু হয়েছিল অভিযান। বস্তারের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, এখনও পর্যন্ত একাধিক মাওবাদীর মৃত্যু হয়েছে। ছত্তিসগড়-তেলেঙ্গানা সীমান্তে চলেছে গুলি। একজন জওয়ান আহত হয়েছেন। চিকিৎসার জন্য আকাশ পথে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন