ছত্তিশগড়ে এনকাউন্টার: গুলির লড়াইয়ে খতম এক মহিলা মাওবাদী

ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে সোমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলির লড়াই মৃত্যু হয়েছে এক মাওবাদী মহিলার৷ স্থানীয় পুলিশের সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৯টার দিকে দান্তেওয়াড়া…

Jharkhand's Maoist-Affected Region

ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে সোমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলির লড়াই মৃত্যু হয়েছে এক মাওবাদী মহিলার৷ স্থানীয় পুলিশের সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৯টার দিকে দান্তেওয়াড়া ও বিজাপুর জেলার সীমানায় অবস্থিত এক গভীর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর একটি দল মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। সেই সময়ই মাওবাদীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে, যার ফলে ওই মহিলা মাওবাদীর মৃত্যু হয়৷ (Chhattisgarh encounter Woman Maoist killed)

গুলির লড়াইয়ে খতম মহিলা মাওবাদী Chhattisgarh encounter Woman Maoist killed

দান্তেওয়াড়া জেলার পুলিশ সুপার গৌরব রাই পিটিআই-কে জানান, “আজ নিরাপত্তা বাহিনীর মধ্যে কোনও রকম হতাহতের ঘটনা ঘটেনি। গুলির লড়াইয়ে ওই মহিলা মাওবাদী নিহত হয়েছেন।” এই ঘটনার পরই নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে৷ ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এটি মাওবাদী দমন অভিযানের একটি অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

   

এনকাউন্টারের পর নিরাপত্তা বাহিনীর অবস্থান শক্তিশালী করা হয়েছে এবং আরও মাওবাদী কার্যকলাপের মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে, জানিয়েছে পুলিশ।

Advertisements

পুলিশ সূত্রে জানানো হয়েছে, শনিবার সকালে শুরু হওয়া এই সংঘর্ষে নিহত মাওবাদীদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত জওয়ানদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপন সূত্রে খবর Chhattisgarh encounter Woman Maoist killed

শনিবার সকাল থেকেই চলছে এনকাউন্টার৷ বস্তার অঞ্চলের আইজি সুন্দররাজ এএনআই নিউজ এজেন্সিকে জানান, “সুকমা জেলার কেরলপাল এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে শুক্রবার রাতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) যৌথভাবে অভিযান শুরু করে। এই অভিযানে ১৬ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুই জওয়ান সামান্য আহত হয়েছেন।” সোমবার মারা গিয়েছেন ওই মহিলা মাওবাদী৷ 

Bharat: A woman Maoist was killed in a gunfight with security forces in Chhattisgarh’s Dantewada-Bijapur forest region on March 31, 2025. The incident is part of ongoing anti-Maoist operations.