Loksabha Election 2024: ‘সংবিধানের একদম বিপরীতে কাজ করেন মমতা’

২৪-এর লোকসভা ভোটের (Loksabha Election 2024) মুখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অন্য এক রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এবার নিজের ক্ষোভ উগড়ে দিলেন ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাও।

তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের ঠিক বিপরীতে কাজ করছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গ যেভাবে দুর্দশার শিকার হয়েছে, আগামী দিনে মানুষ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় উচিত শিক্ষা দেবে।”

   

উল্লেখ্য, দেশজুড়ে লোকসভা ভোটের জন্য রাজনৈতিক ডঙ্কা বেজে উঠেছে। ২০২৪ সালে সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট হওয়ার কথা। তার আগেই সব রাজনৈতিক দলই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। নির্বাচন প্রক্রিয়া চলবে ৪৩ দিন। একই সঙ্গে আগামী ৪ জুন নতুন সরকারের নাম ঘোষণা করা হবে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন