HomeBharatধুপকাঠি কারখানায় রাসায়নিক লিকেজ, মৃত্যু দুই মহিলা শ্রমিকের

ধুপকাঠি কারখানায় রাসায়নিক লিকেজ, মৃত্যু দুই মহিলা শ্রমিকের

- Advertisement -

কনৌজে ধূপকাঠি কারখানায় (Stick Factory) রাসায়নিক লিকেজ (Chemical leakage)। এতে চারজন মহিলা শ্রমিক এতে আক্রান্ত হন, দুই মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ মহিলা শ্রমিকদের চিকিৎসার জন্য কানপুরে রেফার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান ডিএম এসপি। ঘটনাস্থলে ডাকা হয় ফায়ার সার্ভিস টিমকে। দলটি কয়েক ঘণ্টা পর রাসায়নিক লিক নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। দুর্ঘটনায় নিহত দুই মহিলা শ্রমিকের দেহ ময়নাতদন্ত করা হয়। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মধ্যপ্রদেশের উজ্জয়নে মর্মান্তিক দুর্ঘটনা, ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ৪ তীর্থযাত্রীর

   

কনৌজের মকরন্দ নগরে অবস্থিত গদনপুর বাড্ডু এলাকায় মশা তাড়ানোর ধূপকাঠির কারখানা রয়েছে। যেখানে শত শত মানুষ কাজ করে। এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় ২২ বছর বয়সী গৌরী, ২৩ বছর বয়সী প্রিয়া এবং আরও দুই মহিলার শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হতে শুরু করে। এরপর চারজনই নিজেদের বাড়িতে চলে যায়। সেখানে থেকে ২২ বছরের গৌরীকে চিকিৎসার জন্য কানপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

উত্তর রেলের বিশেষ ব্যবস্থা, দীপাবলি ও ছট পুজোর জন্য অতিরিক্ত ৩১৪৪ টি ট্রেন

আর এক মহিলা কর্মী ২৩ বছর বয়সী প্রিয়াকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে তার অবস্থা স্বাভাবিক হয়। তাই পরিবার তাকে বাড়িতে নিয়ে আসে, শুক্রবার সকাল ৯টার দিকে তারও মৃত্যু হয়। অন্য দুই মহিলা কর্মী এখনো চিকিৎসাধীন। পুলিশ এই ঘটনার খবর পেয়ে জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রান্ত কুমার শুক্লা ও পুলিশ সুপার অমিত কুমার আনন্দ ঘটনাস্থলে পৌঁছে ঘটনা খতিয়ে দেখেন।

সেই সঙ্গে কারখানার তদন্তের দায়িত্বও ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। কারখানায় কোনো অনিয়ম পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular