ভোপালের স্মৃতি উস্কে দিল অম্বরনাথ, গ্যাস লিকে ব্যাপক আতঙ্ক শহরে

ভোপাল গ্যাস লিকের আতঙ্ক ফিরে এল মহারাষ্ট্রে। বৃহস্পতিবার একটি রাসায়নিক কারখানার গ্যাস লিকের ফলে আতঙ্ক মহারাষ্ট্রের অম্বরনাথে (Gas leak in Ambernath)। স্থানীয়দের দাবি, একটা ধোঁয়াশার…

chemical gas leak at ambernath in maharaashtra creates panic

ভোপাল গ্যাস লিকের আতঙ্ক ফিরে এল মহারাষ্ট্রে। বৃহস্পতিবার একটি রাসায়নিক কারখানার গ্যাস লিকের ফলে আতঙ্ক মহারাষ্ট্রের অম্বরনাথে (Gas leak in Ambernath)। স্থানীয়দের দাবি, একটা ধোঁয়াশার মতো আস্তরণ তৈরি হয়েছে এলাকা জুড়ে। গ্যাস লিকের ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের মধ্যে। গ্যাস এতটাই ছড়িয়ে পড়েছে যে, দৃশ্যমানতা নেমে গিয়েছে গোটা শহরে। চোখ, নাক-মুখ এবং গলায় জ্বালা অনুভব করছেন শহরবাসী। 

মাত্র ৬ ঘণ্টা ধৈর্য ধরুন! আপনাকে ভাগলপুর থেকে হাওড়া পৌঁছে দেবে এই ট্রেন

   

যে ভাবে শহরের উপরে একটি ধোঁয়াশার আস্তরণ পড়েছে, প্রথম দেখাতেই মনে হতে পারে কুয়াশায় ঢেকে গিয়েছে। ঘটনার জেরে অনেকেরই শ্বাসকষ্ট দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন জায়গায় জল কামান ছিটিয়ে ধোঁয়াশা দূর করার চেষ্টা করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের কর্তারা।

পদক তালিকায় লম্বা লাফ দিল ভারত, ঝুলিতে আরও দু’টো মেডেল

রাসায়নিক কারখানার গ্যাস লিকের ফলেই এমন ঘটনা ঘটে থাকতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। গাফিলতির অভিযোগে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা। 

অগস্টে বৈদ্যুতিক গাড়ির বিক্রিতে পতন, কারণ কি দাম?

১৯৮৪ সালে মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইড বিস্ফোরণ হয়ে সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়। ওই ঘটনায় বেকায়দায় পড়তে হয় তৎকালীন রাজীব গান্ধী সরকারকে। আর সেই দুর্ঘটনার স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় দেশকে।