গ্যাস পাইপলাইন থেকে ছিটকে বেরোচ্ছে আগুন, এলাকায় তীব্র আতঙ্ক

শনিবার সকালে গ্যাস পাইপলাইন থেকে ছিটকে আগুন বেরোতে দেখা গেল। এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের সিভাকডুর। শনিবার সকালে অন্ধ্র প্রদেশের কোণাসীমা জেলায়…

গ্যাস পাইপলাইন থেকে ছিটকে বেরোচ্ছে আগুন, এলাকায় তীব্র আতঙ্ক

শনিবার সকালে গ্যাস পাইপলাইন থেকে ছিটকে আগুন বেরোতে দেখা গেল। এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের সিভাকডুর। শনিবার সকালে অন্ধ্র প্রদেশের কোণাসীমা জেলায় তীব্র আতঙ্ক ছড়ায়। ওএনগিসি স্টেশনে (ONGC Gas Collection Station) বিশাল আকারের গ্যাস লিক শুরু হয়। এর ফলে মুহুর্তের মধ্যে স্টেশনের চারিপাশের এলাকায় ভয়াবহ আগুন ধরে যায়।

এলাকায় শোরগোল পড়ে যায়। এলাকাবাসী সাংঘাতিক ভাবে আতঙ্কিত হয়ে পড়েন শনির সকালে। ভয়ে বাড়ি থেকে বেড়িয়ে তারা এলাকা ছেড়ে চলে যান নিরাপদ জায়গায়। ঘটনাস্থলে দমকলের অনেক ইঞ্জিন। আগুন দ্রুত নেভানোর চেষ্টা চলছে।

ঘটনার অনেকগুলো ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে। গ্যস লিকের ভয়াবহতা এবং আগুনের ভয়ঙ্কর চিত্র ধরা পড়েছে। আগুন থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। এই গ্যাস লিকের আসল কারণ এখনও জানা যায়নি। ক্ষতিয়ে দেখা হচ্ছে গ্যাস লিকের কারণ। প্রতিবেদন প্রকাশের সময় অবধি কোন ক্ষয়ক্ষতির খবর আসেনি।

Advertisements

তবে প্রথমিক ভাবে জানা যাচ্ছে বিশাল পরিমাণে গ্যাস লিক শুরু হয় একটি কুয়ো থেকে। কুয়োটি অবস্থিত অন্ধ্রপ্রদেশের আমবেদকর কোণাসীমা জেলার রাজোলুতে। এরপর সেই গ্যাস লিক থেকে আগুন ধরে যায়। নিমেষেই সেই আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে। গ্যাস লিক থেকে আগুন লাগার সঙ্গে সঙ্গে ওএনজিসি-র আধিকারিকরা এবং দমকলবাহিনী ছুটে যান ঘটিনাস্থলে। আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন।