Chandrayaan-3: চাঁদমামার কক্ষপক্ষ থেকে ইসরোকে ‘পৌঁছা সংবাদ’ পাঠাল চন্দ্রায়ন

Chandrayaan-3 Mission

চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। শনিবার সন্ধে ৭ নাগাদ চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে মহাকাশযান।চাঁদের কক্ষপক্ষে ঢুকে পড়ার আগে, চন্দ্রযানের বয়ান এক্স সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে ইসরো (ISRO)। লিখেছে- ‘হ্যালো, আমি চন্দ্রযান-৩। বিশেষ একটি আপডেট নিয়ে এসেছি। আমি সবাইকে জানাতে চাই, এখনও পর্যন্ত আমার যাত্রাপথ খুবই উপভোগ্য। আমি কোথায় রয়েছি, কী করছি, তা জানতে চোখ রাখুন।’

পৃথিবীর টান কাটিয়ে এবার চাঁদের কাছে চন্দ্রযান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর, পৃথিবী থেকে চাঁদের দূরত্বের দুই তৃতীয়াংশ পথ ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে মহাকাশযান। চাঁদের মাটিতে প্রথম পা রাখা মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রংয়ের জন্মদিন ছিল গতকাল। সেই দিনেই চাঁদের কক্ষপথে ঢুকল চন্দ্রযান।

   

গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-৩। আগামী ১৭ অগাস্ট প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হবে ল্যান্ডার। আগামী ২৩ অগাস্ট বিকেলে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে বিক্রম । ইসরোর কাছে চ্যালেঞ্জ নিরাপদে চাঁদের মাটিতে চন্দ্রযান ৩ কে অবতরণ করানো। অবতরণের আগে ল্যান্ডিং সাইটে ছবি তুলে সেফ জোন বাছবেন ইসরোর বিজ্ঞানীরা। যে এলাকা বাছা হবে সেখানে অবতরণের ঝুঁকি সবচেয়ে কম।

উল্লেখ্য, আগে অবতরণের সময়ই দুর্ঘটনার কবলে পড়ে চন্দ্রযান-২। এবার যাতে আর কোনও বিপত্তি না হয়, সেদিকেই সতর্ক ইসরো। বেঙ্গালুরুতে ISRO-র মিশন অপারেশন কমপ্লেক্স থেকে চাঁদের গতিপথে নজর রাখা হচ্ছে। ISRO-র টেলিমিট্রি, ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়র্ক তার তত্ত্বাবধানে রয়েছে। তাতেই বার্তা এসে পৌঁছেছে চন্দ্রযান-৩ থেকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন