Tuesday, October 14, 2025
HomeBharatTirupati: তিরুপতির প্রসাদে পশুর চর্বি মেশাতো জগন সরকার, নায়ডুর দাবিতে উত্তাল অন্ধ্রের...

Tirupati: তিরুপতির প্রসাদে পশুর চর্বি মেশাতো জগন সরকার, নায়ডুর দাবিতে উত্তাল অন্ধ্রের রাজনীতি

ওয়াইএসআর কংগ্রেসের আমলে তিরুপতি (Tirupati) মন্দিরে লাড্ডুতে পশুর চর্বি মেশানো হত। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান চন্দ্রবাবু নায়ডু! বৃহস্পতিবার অমরাবতীর জনসভায় তিনি বলেন, তিনি বলেন, “ওয়াইএসআর কংগ্রেস সরকারের আমলে তিরুপতির মন্দিরের প্রসাদী লাড্ডু নিম্ন মানের সামগ্রী দিয়ে বানানো হত। এমনকি, ঘিয়ের বদলে পশুর চর্বিও মেশানো হত!”

Advertisements

চন্দ্রবাবু নাইডুর পুত্র নিজের এক্স হ্যাণ্ডেলে এই বিষয়ে লেখেন, তিনি লেখেন, “তিরুমালার ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির আমাদের সবচেয়ে পবিত্র মন্দির। আমি জেনে হতবাক হয়ে গিয়েছি যে, ওয়াইএস জগন্মোহন রেড্ডির প্রশাসন তিরুপতি প্রসাদমে ঘিয়ের পরিবর্তে পশুর চর্বি ব্যবহার করেছে।” অন্ধ্রের রাজনীতিতে আরও মেরুকরণ করে ওআইএসআর নেতা জগন রেড্ডিকে চাপে ফেলতেই নাইডু এই মন্তব্য করেছেন বলে মনে করছে রাজনৈতিকমহল। এই প্রসঙ্গে জগনের দলের সাংসদ সাংসদ সুব্বা রেড্ডি বলেন, ‘‘চন্দ্রবাবু নোংরা রাজনীতি করছেন। তিনি ভগবান ভেঙ্কটেশ্বর স্বামীর কোটি কোটি ভক্তের ভাবাবেগে আঘাত দিয়েছেন।’’

Advertisements

গত লোকসভার সঙ্গে বিধানসভা ভোট একসঙ্গেই হয়েছে অন্ধ্রপ্রদেশে। সেই ভোটে জগনকে কার্যত পর্যদুস্ত করে ক্ষমতায় এসেছে নাইডুর দল টিডিপি। এবার কেন্দ্রে এনডিএর জোটসঙ্গী হয়ে রাজ্যের বিরোধীদের কোনঠাসা করতেই এমন স্পর্শকাতরই স্যুকেই নায়ডু হাতিয়ার করতে চাইছে বলে দাবি রাজনৈতিক মহলের।

Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
RELATED ARTICLES

Most Popular

Recent Comments