HomeBharatTripura: ত্রিপুরার কমিউনিস্ট মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর পৌত্র আঁকলেন কার্টুন 'চলো পালাই'

Tripura: ত্রিপুরার কমিউনিস্ট মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর পৌত্র আঁকলেন কার্টুন ‘চলো পালাই’

- Advertisement -

ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়েছে প্রথম এ রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। বিধানসভা ভোটের দশ মাস আগে ক্ষমতাসীন দলের তরফে মুখ্যমন্ত্রী বদল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এই আবহে ত্রিপুরার প্রথম কমিউনিস্ট মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর (Nripen Chakraborty) পৌত্র আঁকলেন একটি ব্যাঙ্গচিত্র।

গত বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় টানা ২৫ বছরের বামফ্রন্ট শাসন সরানোর জন্য বিজেপির রাজনৈতিক স্লোগান ছিল ‘চলো পাল্টাই’। সেই স্লোগান রেখেই এবার প্রয়াত নৃপেন চক্রবর্তীর পৌত্র সন্দীপ চক্রবর্তী এঁকেছেন অপসারিত মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ছবি। এই ব্যাঙ্গচিত্রের নাম ‘চলো পালাই’।

   

ব্যাঙ্গচিত্র ঘিরে ত্রিপুরা সরগরম। মনে করা হচ্ছে ফের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন ব্যাঙ্গচিত্রী। তবে তিনি তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে আগেই আলোচিত।

সন্দীপ আগেই বলেছেন ত্রিপুরার মানুষ সিপিআইএম, কংগ্রেস, বিজেপি কে দেখে নিয়েছে। কেউ রাজ্যের উন্নয়ন করতে পারেনি। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের জোয়ার এসেছে। তাই ত্রিপুরাবাসী সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পরের বার, মমতার সরকার।

সন্দীপ চক্রবর্তীর ঠাকুরদা প্রয়াত নৃপেন চক্রবর্তী ছিলেন ত্রিপুরার প্রথম বামফ্রন্ট সরকারের প্রথম কমিউনিস্ট মুখ্যমন্ত্রী। স্বাধীনতা সংগ্রামী নৃপেন চক্রবর্তী ত্রিপুরার মুখ্যমন্ত্রী বন ১৯৭৮ সালে। টানা দশ বছর সরকার চালান। ১৯৮৮ সালে সেই সরকারের পতন হয়। ফের ত্রিপুরায় কংগ্রেস সরকার গড়ে। ১৯৯৩ সালে এ রাজ্যে ফের সরকারের পরিবর্তন হয়। ফের ক্ষমতায় আসে বামফ্রন্ট। মুখ্যমন্ত্রী হন কিংবদন্তি কমিউনিস্ট নেতা দশরথ দেব। সেই বামফ্রন্ট সরকারের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। ২০১৮ সালে টানা আড়াই দশকের বাম জমানার অবসান হয়।

গত বিধানসভা ভোটে ত্রিপুরায় বিজেপি ও আইপিএফটি জোট সরকার গড়ে। মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব। তাঁকে ঘিরে রাজনৈতিক ডামাডোল ও বিস্তর অভিযোগ উঠছিল। অবশেষে বিপ্লব দেব কে সরিয়ে ডা. মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করেছে বিজেপি।

ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিআইএমের দাবি, আগামী ভোটে এ রাজ্যে বিজেপির অস্তিত্ব বিলোপ হবে। যদিও বিজেপির দাবি প্রধানমন্ত্রী মোদীর নির্গেশিত উন্নয়নের পথে তারা সরকার ধরে রাখবে।

আর তৃণমূল কংগ্রেসের দাবি, এ রাজ্যে পুরভোট বলে দিয়েছে, টিএমসি ক্ষমতা দখল করতে চলেছে। কংগ্রেসের দাবি, বিজেপির বিধায়করা দ্রুত দলত্যাগ করে ফের কংগ্রেসে আসবেন। যেমন এসেছেন বিপ্লব দেব মন্ত্রিসভার প্রাক্তন সদস্য সুদীপ রায় বর্মণ।

- Advertisement -
Rana Das
Rana Dashttps://kolkata24x7.in/
Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular