করোনা অতিরিক্ত বিধি-নিষেধ প্রত্যাহার করতে রাজ্যগুলিকে চিঠি

প্রায় তিন সপ্তাহ ধরে দেশের সংক্রমণের হার ক্রমশই কমছে। একইসঙ্গে করোনা পজিটিভিটির হার ও সক্রিয় রোগীর সংখ্যাও ক্রমশ কমছে। এই অবস্থায় যে সমস্ত অতিরিক্ত বিধিনিষেধ…

Coronavirus india

প্রায় তিন সপ্তাহ ধরে দেশের সংক্রমণের হার ক্রমশই কমছে। একইসঙ্গে করোনা পজিটিভিটির হার ও সক্রিয় রোগীর সংখ্যাও ক্রমশ কমছে। এই অবস্থায় যে সমস্ত অতিরিক্ত বিধিনিষেধ জারি করেছিল সেগুলি তুলে নেওয়ার পরামর্শ দিল কেন্দ্র।

Advertisements

করোনা রুখতে বিভিন্ন রাজ্য বিমানবন্দর থেকে শুরু করে রাজ্যের প্রতিটি এলাকায় কেন্দ্রের এই পরামর্শ প্রয়োগ থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে, ভারত করোনা মহামারীর প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছে। বিশেষজ্ঞদের উদ্বেগ কম।

   

বুধবার প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি লিখে বিধিনিষেধ প্রত্যাহারের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই চিঠিতে কেন্দ্র জানিয়েছে, ২১ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনার সংক্রমণ ক্রমশই নিম্নমুখী। বর্তমানে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের ঘরে নেমে এসেছে। পরিস্থিতির বিচারে বিভিন্ন রাজ্য করোনাজনিত যে সমস্ত অতিরিক্ত বিধিনিষেধ জারি করেছিল সেগুলি এবার তারা তুলে নিতে পারে।

কেন্দ্র ইতিমধ্যেই আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য জারি করা বিভিন্ন বিধিনিষেধ শিথিল করেছে। এবার রাজ্য সরকারেরও উচিত গত কয়েক মাস ধরে তারা যে সমস্ত অতিরিক্ত বিধিনিষেধ জারি করেছে সেগুলি প্রত্যাহার করা।

চিঠিতে কেন্দ্র রাজ্যগুলিকে বলেছে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা একটা অত্যন্ত জরুরি কাজ। তেমনি মানুষের দৈনন্দিন জীবনে চলাফেরা ও অর্থনৈতিক কার্যকলাপ বজায় রাখাটাও জরুরি। চলতি পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকারগুলি জারি করা বিধিনিষেধ সম্পর্কে পুনর্বিবেচনা করুক।

বিধিনিষেধ তুলতে বললেও কেন্দ্র তার চিঠিতে এটাও জানিয়েছে যে, আগের মতই যেন টেস্টিং, ট্র্যাকিংয়ের কাজ করা হয়। পাশাপাশি ওই চিঠিতে রাজ্যগুলিকে দ্রুত টিকাকরণেরও পরামর্শ দেওয়া হয়েছে।