‘পাঞ্জা-আপ’ সরকারের খবরে পাকিস্তানের পাঞ্জাবেও আলোড়ন

প্রসেনজিৎ চৌধুরী, নয়াদিল্লি: সীমান্তের ওপারেও পাঞ্জাব থেকে আসছে টুইট ও ফেসবুকে ‘বধাই’ বন্যা। সামাজিক গণমাধ্যমে তারই একটি পাক পাঞ্জাব হয়ে ভারতের পাঞ্জাব পেরিয়ে পুরো দেশ…

arvind punjab 'পাঞ্জা-আপ' সরকারের খবরে পাকিস্তানের পাঞ্জাবেও আলোড়ন

প্রসেনজিৎ চৌধুরী, নয়াদিল্লি: সীমান্তের ওপারেও পাঞ্জাব থেকে আসছে টুইট ও ফেসবুকে ‘বধাই’ বন্যা। সামাজিক গণমাধ্যমে তারই একটি পাক পাঞ্জাব হয়ে ভারতের পাঞ্জাব পেরিয়ে পুরো দেশ জুড়ে আলোচিত। এমনকি বিশ্ব জুড়েও।

বধাই হো পাঞ্জা-আপ (PunjaAap)! এমনই লেখা ছড়াচ্ছে। কারণ, পাঞ্জাবে এখন আম আদমি পার্টির সরকার গড়ার পালা। দলটি কেন্দ্র শাসিত দিল্লির সীমাম্ত পার করে প্রথমবার কোনও পূর্ণাঙ্গ রাজ্যের ক্ষমতায় এসে গেল। আম আদমি পার্টির এমন ঐতিহাসিক জয়ের পরেও দিল্লিতে তেমন উচ্ছাস কই দলীয় কর্মী ও সমর্থকদের।

   

খবর আসছে পাঞ্জাব থেকে। সেখানে চলছে উচ্ছাস। আর সীমান্তের ওপারে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশও আলোড়ন। দুই পাঞ্জাব পাশাপাশি। দুই পাঞ্জাবে একই ভাষা। শুরু হরফ আলাদা। মজার কথা গুরমুখী ভাষাতেও পাকিস্তানের পাঞ্জাব থেকে আসছে ‘বধাই হো পাঞ্জা-আপ’।

ভারতের পাঁচ রাজ্যের ফলাফল নিয়ে পাকিস্তানেও তীব্র আলোচনা চলেছে। তবে ভারতের পাঞ্জাবের দিকেই বেশি নজর থাকে পাকিস্তানের। ঠিক যেমন, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার ভোটের ফলে নজর রাখে বাংলাদেশ। আবার উত্তর প্রদেশের ভোটের ফলাফলে নজর রাখেন নেপালবাসী।

পাঞ্জাব এখন আম আদমিদের দখলে। এই রাজ্যে প্রথমবার দলটি ক্ষমতায় এলো। তবে পাঞ্জাবে এর আগেও অ-কংগ্রেস, অ-আকালি দলের সরকার হয়েছে। ইউনিয়ন পার্টি ও পাঞ্জাব জনতা পার্টি থেকে পরপর মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু গত কয়েকটি দশকেরও বেশি কংগ্রেস ও শিরোমনি আকালি দলের মধ্যে পাঞ্জাবের ক্ষমতা আসা যাওয়া করেছিল। এবারের নির্বাচনে দুটি দলকেই ভোটাররা ঝাড়ু মেরেছেন। তাঁদের পছন্দ ঝাঁটা চিহ্নের আম আদমি পার্টি।

নয়াদিল্লিতে আম আদমি পার্টির ‘মুখ্যালয়’ থেকে বার্তা গেছে সংযত আচরণের। আপ প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল চন্ডীগড়ে গিয়ে পাঞ্জাবে দলের সরকার গড়ার অনুষ্ঠানে হাজির থাকবেন।

আম আদমি পার্টির তরফে কেজরিওয়ালের লিখিত প্রতিশ্রুতি প্রকাশ করা হয়েছে। কেজরির স্বাক্ষরিত সেই প্রতিশ্রুতিতে দুর্নীতি মুক্ত পাঞ্জাব সরকার গড়ার বার্তা আছে।