গত তিনমাস ধরে জ্বলছে মণিপুর। একের পর এক হিংসা, খুন অব্যাহত। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Manipur Video) হয়েছিল। যেখানে দেখা যাচ্ছে দুজন মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরাচ্ছে বেশ কয়েকজন পুরুষ। এবার স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) মণিপুর ভাইরাল ভিডিও মামলা কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (CBI)-এর কাছে পাঠাতে চলেছে।
এর সঙ্গেই জানা গিয়েছে, ভাইরাল ভিডিও মামলার বিচার মণিপুরের বাইরে করার অনুরোধ জানিয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করবে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, যে মোবাইল ফোন থেকে ভাইরাল ভিডিওটি তোলা হয়েছিল সেটি উদ্ধার করা হয়েছে। এবং যে ব্যক্তি ভিডিওটি করেছে তাকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি কুকি এবং মেইতেই সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে অন্য সব সম্প্রদায়ের ছয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এবিষয়ে আরো বলা হয়েছে, “মণিপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো, তবে স্বাভাবিক নয়। প্রায় ৩৫,০০০ নিরাপত্তা কর্মী কাজ করছেন। ওষুধ ও দৈনিক সরবরাহের কোনো ঘাটতি নেই। খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রয়েছে। বিপুল সংখ্যক সরকারি কর্মীরা কাজে ফিরছেন এবং স্কুলও আবার চালু হচ্ছে”।
প্রসঙ্গত, ১৯ জুলাই প্রকাশিত ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে দুই মহিলাকে সংঘর্ষ-বিধ্বস্ত মণিপুরে বেশ কয়েকজন পুরুষ মিলে নগ্ন করে কুচকাওয়াজ করাচ্ছে। এই ঘটনা জনসম্মুখে আসার পর এক কিশোর সহ সাতজন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
চলতি বছরের ৩ মে মণিপুরে শতাধিক মানুষ মারা গিয়েছে। এবং হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বিরোধীদলের দাবি অতি দ্রুত যেন মণিপুরে রাষ্ট্রপতি শাসন চালু হয়। এর সঙ্গেই রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে তার ব্যর্থতার জন্য বহিষ্কার করার দাবি করা হয়।