সন্দেশখালির ছায়া বিহারে!…. NEET দুর্নীতির তদন্তে গিয়ে গ্রামবাসীদের হাতে মার খেল সিবিআই

primary-tet-cbi-recovers-bag-of-documents-from-salt-lakes-bikash-bhavan-west-bengal-education-department

বাংলার সন্দেশখালির ছায়া এবার বিহারে। পরীক্ষার জালিয়াতি মামলার তদন্তে গিয়ে গ্রামবাসীদের হাতে মার খেলেন সিবিআই আধিকারিকেরা। জানা গিয়েছে শনিবার বিহারের নাবাদায় রাজৌরী বলে একটি গ্রামে গিয়েছিলেন সিবিআইয়ের আধিকারিকেরা। কেন্দ্রীয় তদন্তকারী দলের প্রতিনিধিদের সঙ্গে ছিলেন স্থানীয় থানার একটি দল। সূত্রের খবর, সেখানে গ্রামবাসীদের জেরা করার সময়েই আচমকা হামলার মুখে পড়তে হয় তাঁদের। প্রায় ২০০ থেকে ৩০০ জন হামলা চালায় কেন্দ্রীয় গোয়েন্দাদের ওপর। ধাক্কাধাক্কির সময়ে ছিলেন মহিলারাও। ঘটনায় স্থানীয় থানার গাড়ির ড্রাইভার গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে।

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে এফআইআর দায়ের করে সারা দেশে তদন্তে নেমেছে সিবিআই। বিহার থেকে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ থেকে রাজস্থান, সর্বত্র ছড়িয়ে রয়েছে নিট কেলেঙ্কারির জাল। ইতিমধ্যে পরীক্ষা দুর্নীতির তদন্তে উঠে এসেছে একের পর এক নাম। তবে এই জাল কতদূর বিস্তৃত তা জানতে তদন্তে গতি বাড়িয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

   

তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেই নিট-নেট দুর্নীতিতে বেকায়দায় মোদী সরকার। মসনদে বসার সপ্তাহ দুয়েকের মধ্যেই পরীক্ষা জালিয়াতিকাণ্ডে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সংসদ অধিবেশন শুরুর আগেই বিষয়টি নিয়ে মোদী সরকারকে চেপে ধরতে জোরকদমে কোমর বাঁধছে বিরোধী শিবির। এমন অবস্থায় এই দুর্নীতি কাণ্ডে তদন্তের সিবিআইকে নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তারপরই গোটা দেশ জু়ড়ে তদন্তের জাল ছড়িয়ে দেয় সিবিআই। সেই তদন্তেই বিহার ও ঝাড়খন্ডের একাধিক প্রভাবশালীর নাম জুড়ে থাকার কথা উঠে আসে। বিহার এনডিএ শাসিত রাজ্য। এনডিএর অন্যতম জোটসঙ্গী নীতীশ কুমার। আর তাঁর রাজ্যে এবার এই দুর্নীতি চক্রের সন্ধান পাওয়ায় মোদীর এনডিএ জোটের কিছুটা অস্বস্তি বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

গত জানুয়ারি মাসেই এই একই কায়দায় ইডি আধিকারিকদের ওপর চড়াও হয় বাংলার সন্দেশখালির গ্রামবাসীরা। চাল দুর্নীতিতে সেখ শাজাহানকে গ্রেফতার করতে গ্রামবাসীদের হামলার মুখে পড়েন তাঁরা। ওই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়ে ইডি আধিকারিকদের। ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে। পরে সেখ শাজাহান, গিয়াসুদ্দিন মোল্লা সহ একাধিক ব্যক্তির নাম উঠে আসে ওই হামলার নেপথ্যে। সম্প্রতি ইডি হামলার ওই ঘটনার চার্জশিট জমা দিয়েছে সিবিআই। মূলত বেআইনি অস্ত্র লুকোতে গ্রামবাসীদের দিয়ে হামলা চালিয়েছিল সেখ শাজাহান। এমনটাই দাবি করা হয়েছে সিবিআইয়ের চার্জশিটে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন