রবিবার ভয়াবহ আইডি বিস্ফোরণের দুই জওয়ানের মৃত্যুর খবর সামনে এল। একটি সর্বভারতীয় সংবাদসংস্থায় প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে একটি ট্রাকে সেনাবাহিনীর জওয়ানরা তাঁদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের ট্রাকে আইডি বিস্ফোরণ ঘটে। সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াই চলে মাওবাদীদের। সেই গুলির লড়াই চলাকালীন দুই কোবরা কমান্ডোর মৃত্যু ঘটেছে।
বন্ধ স্কুল, জমি বেঁচে টাকার যোগান? মমতার প্রস্তাবে জোর জল্পনা!
সর্বভারতীয় সংবাদসংস্থায় সূত্র ধরে জানা গিয়েছে, ছত্তিড়গড়ের সুখমা এলাকায় ঘটনাটি ঘটেছে। একটি ট্রাকে করে সেনাবাহিনীর জওয়ানরা যাচ্ছিল, তার আগে আগে একটি মোটরসাইকেলে চেপে দু’জন সেনাবাহিনীর জওয়ানরা যাচ্ছিল ট্রাকটিকে রাস্তা দেখানোর জন্য।ঠিক সেই সময় এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে।
হোটেল রুমে মহিলার সঙ্গে মত্ত আদিম খেলায়! ধরা পড়ে কী হল পুলিশকর্তার?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পরে আরও বাহিনী মোতায়েন করা হচ্ছে। আরও জানা গিয়েছে যে কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন (কোবরা) জাগরগুন্ডা থানার সীমানার অধীনে সিলগার ক্যাম্প থেকে টেকালগুদেমের দিকে টহল দিচ্ছিল। সেই সময়ই এই ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে ছত্তিশগড়ে মাওবাদী হামলার শিকার হয়েছেন অসংখ্য সেনাবাহিনীর জওয়ানরা। আইডি বিস্ফোরণে এর আগেও প্রাণ গিয়েছে অনেক জওয়ানের।
‘সব সুবিধা নিয়েছে, কিন্তু ভোট দেয়নি’, মুসলিমদের নিশানা অসমের মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, শনিবারই ছত্তীসগড়ের এটি এক মাও-বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছিল সশস্ত্র বাহিনী। সুকমা জেলারই কোরাজগুড়ার জঙ্গলে যৌথ অভিযান চালায় সুকমা পুলিশ, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং সিআরপিএফ। মাও শিবিরে জাল নোট ছাপানোর এক চক্রের সন্ধান পাওয়া যায়। জাল নোট ছাপা প্রিন্টার, কালি এবং বিভিন্ন মূল্যের জাল নোট বাজেয়াপ্ত করেছে যৌথ বাহিনী। সুকমা জেলায় স্থানীয় অর্থনীতিকে অস্থিতিশীল করতে ওই জাল নোটগুলি ব্যবহার করা হচ্ছিল বলে দাবি যৌথ বাহিনীর।