২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, CBI-র হাতে গ্রেফতার ইডির বড় অফিসার

লোকসভা ভোটের আগে হোক বা পরে, ইডি, সিবিআই (CBI)-এর তল্লাশি অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে রয়েছে দেশ। কিন্তু এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন খোদ এক ইডি (ED) আধিকারিক। তাও কিনা আবার ঘুষ মামলায়।

Advertisements

জানা গিয়েছে, দিল্লিতে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে গ্রেফতার করল সিবিআই। ধৃত ইডি আধিকারিকের নাম সন্দীপ সিং যাদব। অভিযোগ, ইডির মামলায় রেহাই পাওয়ার বিনিময়ে এক জহুরির ছেলের কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

   

ঘটনা প্রসঙ্গে সিবিআইয়ের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, দিল্লির লাজপত নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ইডি আধিকারিককে। সিবিআই অভিযোগ পায় এবং তার ভিত্তিতে একটি ফাঁদ পাতা হয় এবং ঘুষ নেওয়ার সময় ইডি অফিসার হাতেনাতে ধরা পড়েন। সিবিআই এই মামলায় এফআইআর দায়ের করার প্রক্রিয়া চালাচ্ছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এটাই প্রথমবার নয়। গত ২০২৩ সালের আগস্টে, দিল্লি মদ কেলেঙ্কারি মামলায় দিল্লির ব্যবসায়ী আমন ডালকে বাঁচাতে ৫ কোটি টাকা ঘুষ গ্রহণের জন্য সিবিআই ইডির একজন সহকারী পরিচালক এবং আরও ছয় কর্মকর্তাকে গ্রেপ্তার করেছিল।

সিবিআইয়ের দাবি,  মুম্বইয়ে ইডি একটি অভিযান চালিয়েছিল এবং অভিযুক্ত ব্যবসায়ীকে ফাঁসানোর হুমকি দিয়ে তার কাছ থেকে ঘুষ নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করে ফাঁদ পাতা এবং গ্রেফতার করা হয়। সন্দীপ সিং যাদব, যিনি এর আগে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) এর সাথে কাজ করেছিলেন, গত বছরের মে মাসে ইডিতে সহকারী পরিচালক নিযুক্ত হন। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements