নয়াদিল্লি: স্বাস্থ্যক্ষেত্রেও বিশেষ বরাদ্দ কেন্দ্রের৷ আগামী তিন বছরের মধ্যে দেশের সব জেলা হাসপাতালে ক্যান্সার সেন্টার তৈরি করার কথা ঘোষণা করলেন তিনি৷
শনিবার বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, আগামী ৩ বছরের মধ্যে দেশের সব জেলা হাসপাতালে ক্যান্সার সেন্টার গড়ে তোলা হবে। সারা দেশে মোট ২০০টি ক্যান্সার নিরাময় কেন্দ্র তৈরি করবে সরকার৷
এর জন্য দেশে চিকিৎসকদের সংখ্যাও বৃদ্ধি করা হবে৷ মেডিক্যাল কলেজগুলিতে ১০ হাজার আসন সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। যাতে আরও বেশি পড়ুয়া মেডিক্যাল পড়ার সুযোগ পেতে পারেন৷ গত তিন বছরে মেডিক্যাল কলেজগুলিতে ১ লক্ষের বেশি আসন বৃদ্ধি করা হয়েছে। আগামী বছর তা আরও ১৩০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে৷
সম্প্রতি ক্যান্সার চিকিৎসায় বিপ্লব আসতে চলেছে৷ দিনের পর দিন রেডিওথেরাপি নয়, আলট্রা-ফাস্ট রেডিও-থেরাপিতে এক সেকেন্ডেরও কম সময়ে রোগী এই মারণ রোগ থেকে মুক্তি পেতে পারে বলে সম্প্রতি দাবি করেছেন গবেষকরা। সাধারণ রেডিওথেরাপির চেয়ে এটি ৩০০ গুণবেশি ক্ষমতাসম্পন্ন বলেও দাবি করা হয়েছে।
এ বছরের কেন্দ্রীয় বাজেটে ওষুধের দাম কমবে কি না, সে দিকেও নজর ছিল সকলের। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের নিরাশ করেননি নির্মলা৷ ক্যানসার-সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক তুলে নেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি৷