নয়াদিল্লি: রাশিয়ার (Russia) অপরিশোধিত তেল কেনা নিয়ে ফের ভারতকে হুঁশিয়ারি দিল মার্কিন যুক্তরাষ্ট্র। শুল্ক-ভিসা ত্রাসের আবহে ভারতের প্রতি আমেরিকার অবস্থান আরও একবার স্পষ্ট করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রিট (Chris Wright)। পুতিনের বিরুদ্ধে তাঁর দাবি, “ভারত তেল কিনে এমন একজন মানুষের হাতে অর্থ তুলে দিচ্ছে যিনি প্রতি সপ্তাহে হাজারও মানুষকে হত্যা করে যাচ্ছেন।”
মার্কিন জ্বালানি সচিব বলেন, “বিশ্বে বহু অপরিশোধিত তেলের রফতানিকারক আছে। ভারতের রাশিয়ার কাছ থেকে তেল কেনার কোনও প্রয়োজনীয়তা নেই। সস্তায় তেল কিনতে গিয়ে ভারত একজন গণহত্যাকারীর হাতে অর্থ তুলে দিচ্ছে”। আমেরিকা ভারতকে ‘শাস্তি’ দিতে চায় না, বরং রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে চায়। সেইসঙ্গে ভারত তাঁদের কাছ থেকে অপরিশোধিত তেল কিনুক বলেও ইচ্ছাপ্রকাশ করেন মার্কিন জ্বালানি সচিব রিট।
“ভারতের বড় ভক্ত” বলে দাবি
রাশিয়ার তেল কেনার ‘অপরাধে’ শুল্ক-ভিসা ত্রাসের মধ্যেই “ভারতের বড় ভক্ত” বলে উল্লেখ করলেন ক্রিস রিট। ভারতের সঙ্গে জ্বালানি নিয়ে ব্যবসা বাড়ানোর ইচ্ছাপ্রকাশের পাশাপাশি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের ইচ্ছাপ্রকাশ করেন তিনি। এই নিরিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সমগ্র বিশ্বে “শান্তি চান” বলেও দাবি করলেন জ্বালানি সচিব। কিন্তু চিন, তুরস্কের মত রাশিয়ার কাছ থেকে ভারত অপরিশোধিত তেল কিনে ঘুরপথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাহায্য করছে বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্পের “শান্তি বার্তা”
বলা বাহুল্য, সম্প্রতি বিশ্বের ৭ টি দেশে যুদ্ধ থামিয়েছেন বলে “নোবেল পুরস্কার” দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে ভারত-পাকিস্তানের যুদ্ধও রয়েছে। ভারতের পক্ষ থেকে বারংবার ‘অপারেশন সিঁদুর’ বন্ধ করার পৃথক কারণ উল্লেখ করা হলেও তাঁর মধ্যস্থতা এবং বাণিজ্য বন্ধের হুমকির জন্যই যুদ্ধ বন্ধ হয়েছে বলে একাধিকবার দাবি করেছেন ট্রাম্প।
অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে (Russia-Ukraine war) হাজারও প্রাণহানি হচ্ছে বলে পুতিনের (Vladimir Putin) বিরুদ্ধে দূর চড়ালেও গাজায় গণহত্যা, দুর্ভিক্ষ পরিস্থিতির বিষয়ে মৌন “শান্তিপ্রিয়” ট্রাম্প। উল্টে, রাষ্ট্রপুঞ্জে দ্বিরাষ্ট্র ভোটাভুটিতে ব্রিটেন, কানাডা অস্ট্রেলিয়া সহ ১৯৫ টির মধ্যে ১৪২ টি দেশ সমর্থন জানিয়ে দিলেও এখনও বিরোধিতা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইজরায়েলের পাশে দাঁড়িয়ে গাজায় প্রতিদিন মৃত্যুমিছিলকে একপ্রকার ‘নীরব সমর্থন’ জানিয়ে যাচ্ছেন তিনি।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
