সহচালকের হাতে স্টিয়ারিং ধরিয়েই ঢলে পড়লেন, বাসেই হৃদরোগে মৃত্যু চালকের

জয়পুর: পথ চলতে চলতেই থেমে গেল এক চালকের জীবন। চলন্ত বাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সতীশ রাও নামের এক তরুণ চালকের (৩৬)। শুক্রবার ভোরে…

bus driver dies heart attack

জয়পুর: পথ চলতে চলতেই থেমে গেল এক চালকের জীবন। চলন্ত বাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সতীশ রাও নামের এক তরুণ চালকের (৩৬)। শুক্রবার ভোরে ইন্দোর থেকে জোধপুরগামী ওই বাস রাজস্থানের পালি জেলার কাছে পৌঁছনোর সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মুহূর্তটি ধরা পড়েছে বাসের সিসিটিভি ক্যামেরায়।

যাত্রীদের চোখের সামনেই অসুস্থ

বাসে বসা যাত্রীদের চোখের সামনেই অসুস্থ হয়ে পড়েন রাও। প্রথমে সামান্য অস্বস্তি অনুভব করতেই স্টিয়ারিং তুলে দেন সহচালকের হাতে। নিজে পাশের আসনে বসে পড়েন বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই অজ্ঞান হয়ে সহচালকের গায়ে ঢলে পড়েন তিনি। যাত্রীরা হতভম্ব হয়ে যান, আর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

   

চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ‘সাইলেন্ট হার্ট অ্যাটাক’-এর শিকার হয়েছিলেন রাও। এই ধরনের হার্ট অ্যাটাকে প্রায় কোনও উপসর্গ বোঝা যায় না, হঠাৎ করেই প্রাণঘাতী হয়ে ওঠে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত চালক জোধপুরের ভোজাসর গ্রামের বাসিন্দা। শোকে ভেঙে পড়া পরিবার ময়নাতদন্তের অনুমতি দেয়নি।

মেলেনি ওষুধ bus driver dies heart attack

দুর্ঘটনার মুহূর্তে সহচালক একবার স্থানীয় একটি ফার্মেসিতে ওষুধ খুঁজতে থামিয়েছিলেন বাস। কিন্তু দোকান বন্ধ থাকায় দ্রুত নিকটবর্তী হাসপাতালের দিকে রওনা দেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

Advertisements

এদিকে, রাজস্থানেরই চিত্তৌরগড়ে আরও একটি করুণ দুর্ঘটনা ঘটেছে। ধর্মীয় ভ্রমণ শেষে ভিলওয়ারা ফেরার পথে একটি ভ্যান বানাস নদীর স্রোতে ভেসে যায়। গুগল ম্যাপসের নির্দেশ মেনে চালক বন্ধ সেতুর পথে ঢুকে পড়েছিলেন বলে জানা গিয়েছে। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ এক শিশু।

Bharat: A young bus driver, Satish Rao, died from a heart attack while on an Indore to Jodhpur route in Rajasthan. The tragic incident, caught on CCTV, highlights the dangers of ‘silent heart attacks’ and the risks faced by professional drivers.