Wednesday, November 29, 2023
HomeBharatOdisha: ওড়িশায় ফের ভয়াবহ দুর্ঘটনায় নিহত বহু যাত্রী

Odisha: ওড়িশায় ফের ভয়াবহ দুর্ঘটনায় নিহত বহু যাত্রী

ফের ভয়াবহ দুর্ঘটনা (odisha) ওড়িশায়। নিহত যাত্রীরা। রক্তাক্ত যাত্রীদের দেহ উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক শোক প্রকাশ করেছেন।

   

সম্প্রতি রাজ্যের বালেশ্বরর বাহানাগা বাজারে ট্রেন দুর্ঘটনার পর শতাধিক যাত্রী মারা গেছেন। এর পর একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে ওড়িশায়। এবার হল বাস দুর্ঘটনা।গঞ্জাম জেলায় দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত এবং আটজন আহত হয়েছে।

গঞ্জামের জেলাশাসক দিব্য জ্যোতি পারিদা জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য এমকেসিজি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত চলছে। আমরা আহতদের সম্ভাব্য সব ধরনের সাহায্য করার চেষ্টা করছি।

জানা গেছে রবিবার গভীর রাতে গঞ্জাম জেলায় এই দুর্ঘটনা ঘটে।

Latest News