Border Clash: ভারত সীমান্তে বিএসএফ-বাংলাদেশি সংঘর্ষে উত্তেজনা

ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন যুবক বিএসএফ রক্ষীদের দিকে তেড়ে যাচ্ছে। তারা বলছে ‘গুল্লি কিঁউ মারা’। ভারত-বাংলাদেশ সীমান্তে এই সংঘর্ষের (Border Clash)  ছবি ভাইরাল। মারমুখী ওই…

ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন যুবক বিএসএফ রক্ষীদের দিকে তেড়ে যাচ্ছে। তারা বলছে ‘গুল্লি কিঁউ মারা’। ভারত-বাংলাদেশ সীমান্তে এই সংঘর্ষের (Border Clash)  ছবি ভাইরাল। মারমুখী ওই যুবকদের সামনে দাঁড়িয়ে কয়েকজন সীমান্তরক্ষী। (Tensions rise in clash between BSF and Bangladeshis on Tripura border)

ভারত সীমান্তে বিএসএফের দিকে তেড়ে যাওয়া ওই যুবকরা বাংলাদেশি বলে অভিযোগ। হামলার ঘটনা ঘটেছে ত্রিপুরার কৈলাসহরে। আগরতলার সংবাদমাধ্যমের খবর, কৈলাসহরের মাগুরুলি গ্রাম পঞ্চায়েতে বাংলাদেশি ও বিএসএফ সংঘর্ষ হয়েছে। সীমান্তের কাছে এই সংঘর্ষের জেরে এলাকায় উত্তেজনা। অভিযোগ, হামলাকারীদের রুখতে বিএসএফ রক্ষীরা গুলি চালায়।

   

বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত ঊনকোটি জেলার কৈলাসহর জঙ্গল ও পাহাড় দ্বারা বেষ্টিত। ত্রিপুরা রাজ্যের তিন দিকেই বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত আছে। একাংশে অসম ও মিজোরামের আম্ত:রাজ্য সীমানা।

রাজ্যের বক্সনগরেও বিএসএফের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডিডাব্লিউ জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ত্রিপুরার বক্সনগর রহিমপুর বাজারে বিএসএফের সাথে স্থানীয় মানুষের সংঘর্ষে আহত কয়েকজন। স্থানীয়দের অভিযোগ, কোনও প্ররোচনা ছাড়াই ৪৯ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের দুই জওয়ান রবিবার রাতে বাজারে এসে হামলা চালায়। স্থানীয়রা প্রতিরোধ করলে বিএসএফ রাবার বুলেট চার্জ করে।

ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখার বহু এলাকা অরক্ষিত। ঘন বনাঞ্চল ও পার্বত্য এলাকায় থাকা সীমান্ত পার করে চোরাচালান চলে। বিএসএফ জানিয়েছে চোরাকারবারীদের ধরতে লাগাতার অভিযান চলে। কোটি কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। বাংলাদেশের দিক থেকে বেশি আসে মাদক। আর ভারতের দিক থেকে যায় শাড়ি ও অন্যান্য সামগ্রী। গাঁজা পাচার চলে।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, মানব পাচারের অন্যতম রুট হিসেবে চিহ্নিত ত্রিপুরা সংলগ্ন অরক্ষিত দূর্বল সীমান্ত। ভারত ও বাংলাদেশের একাংশ সীমান্তরক্ষীদের সঙ্গে চোরাকারবারি ও মানব পাচারকারীদের সংযোগ আছে বলেও মানবাধিকার সংগঠনগুলি দাবি করে।

Kailashahar located near the border with Bangladesh, is surrounded by forests and hills. Tripura state shares an international border with Bangladesh on three sides and an inter-state border with Assam and Mizoram on one side.