Budget Session 2022: রাজস্ব বাড়াতে চায় সরকার, সংসদে পাশ হতে পারে ক্রিপ্টোকারেন্সি বিল!

আসন্ন কেন্দ্রীয় বাজেট অধিবেশনে ক্রিপ্টোকারেন্সি বিল সংক্রান্ত কোনও ঘোষণা কেন্দ্র করে কিনা সেদিকেই নজর আছে ওয়াকিবহাল মহলের। ভারতে ক্রিপ্টোকারেন্সির বাজারদর যেভাবে বাড়ছে সেদিকে নজর দিয়ে…

আসন্ন কেন্দ্রীয় বাজেট অধিবেশনে ক্রিপ্টোকারেন্সি বিল সংক্রান্ত কোনও ঘোষণা কেন্দ্র করে কিনা সেদিকেই নজর আছে ওয়াকিবহাল মহলের। ভারতে ক্রিপ্টোকারেন্সির বাজারদর যেভাবে বাড়ছে সেদিকে নজর দিয়ে নতুন বিল আনতেই পারে ভারত সরকার। 

জানা গিয়েছে, ক্রিপ্টোকারেন্সি বিল পাশ করানোর পরিকল্পনা করছে কেন্দ্র। ইতিমধ্যেই একাধিক সিনিয়র ট্যাক্স অ্যাডভাইজারের থেকে পরামর্শ নেওয়ার কাজও চলছে জোরকদমে। ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ, এটি থেকে আয় সর্বোপরি ক্রিপ্টোকারেন্সি কিভাবে সরকারের আয় বাড়াতে পারে। অর্থাৎ, কেন্দ্র এই বাজারে ট্যাক্স বসানোর পরিকল্পনা করছে। এর ফলে রাজস্ব বাড়বে কেন্দ্রের। সূত্রের খবর, ক্রিপ্টোকারেন্সির উপর প্রায় ৩৫-৪২ শতাংশ ট্যাক্স বসানো হতে পারে।

শীতকালীন অধিবেশনে এই বিল পাশ করার জল্পনা শুরু হলেও শেষপর্যন্ত তা হয়নি। বাজেট অধিবেশনের আগে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে এই জল্পনা। তবে এবারেও ক্রিপ্টোকারেন্সি বিল পাশ‌ হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হবে। কেন্দ্রীয় বাজেট পেশ হবে আগামী ১ ফেব্রুয়ারি।