Budget 2024: অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষণা নির্মলার

ভোটের মুখে বাজেট (Budget 2024)। মহিলাদের ক্ষমতায়নে গুরুত্ব। আর তাতেই চমক। অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Workers) এবং সহায়িকাদের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের (Nirmala Sitharaman)।…

Budget 2024 Unveils Nirmala Sitharaman's Major Announcement for Anganwadi Workers

ভোটের মুখে বাজেট (Budget 2024)। মহিলাদের ক্ষমতায়নে গুরুত্ব। আর তাতেই চমক। অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Workers) এবং সহায়িকাদের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের (Nirmala Sitharaman)।

Advertisements

এবার থেকে আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুবিধা পাবেন দেশের সব অঙ্গনওয়াড়ি কর্মী। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকারাও এই সুবিধা পাবেন। বৃহস্পতিবার দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট পেশের সময় জানান অর্থমন্ত্রী নির্মলা।

Advertisements

আয়ুষ্মান ভারত একটি স্বাস্থ্যবিমা। গরিব পরিবারদের জন্য। বছরে প্রতি পরিবার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবার সুবিধা মেলে। হাসপাতালে ভরতি, চিকিৎসা, ওষুধ, টেস্ট-সহ নানা সুবিধা পাওয়া যায় এই প্রকল্পে। পরিবারে আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত থাকলেও অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা এই সুবিধা পাবেন।

২০১৮ সালে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনিই আয়ুষ্মান ভারত নাম দিয়েছিলেন। দেশে প্রায় ১০ কোটি পরিবার ওই প্রকল্পের আওতাধীন। কেন্দ্রীয় সরকারের দাবি, এই প্রকল্পের অধীনে গত পাঁচ বছরে দেশে ১ লক্ষ ৬০ হাজারের বেশি স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে। কিন্তু এই প্রকল্প বাংলায় চালু নেই। পিছনে রাজনৈতিক দ্বন্দ্ব।

কেন্দ্রের আয়ুষ্মান ভারত। আর রাজ্যের স্বাস্থ্যসাথী। দু’টিই স্বাস্থ্য বিমা। কেন্দ্রের প্রকল্প রাজ্যে চালু করতে দেয়নি তৃণমূল সরকার। ফলে রাজ্যের একটা বড় সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বলেই দাবি গেরুয়া শিবিরের। আয়ুষ্মান ভারত এই রাজ্যে চালু না হলেও, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী চালু করেছেন। কোনও নির্দিষ্ট শ্রেণির জন্য নয়। বরং সব পরিবারই স্বাস্থ্যসাথীর আওতাভুক্ত। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের বাজেট ঘোষণায় আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের। যার ফলে বহু মানুষ উপকৃত হবেন বলেই আশা সরকারের।