Budget 2024: একাধিক অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী একাধিকবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন ঠিকই , তবে অর্থমন্ত্রী হিসেবে এখনও পর্যন্ত যিনি সর্বাধিক সংখ্যক বাজেট পেশ করেছেন তিনি হলেন মোরারজি দেশাই ৷ তবে বাজেট পেশ করা নিয়ে তার চেয়েও বিরল এক ঘটনা রয়েছে তাঁর জীবনে ৷ কারণ মোরারজি দেশাই হলেন একমাত্র অর্থমন্ত্রী যিনি একেবারে তাঁর নিজের জন্মদিনে দু বার বাজেট পেশ করে ছিলেন ৷
মোরারজি দেশাই একটি গুজরাটি আনভিল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ১৮৯৬ সালের ২৯ ফেব্রুয়ারি। তাঁর পিতার নাম রণছোড়জি নাগারজি দেশাই এবং মাতার নাম ভাজিয়াবেন দেশাই। তৎকালীন বম্বে প্রেসিডেন্সির অন্তর্গত বুলসার জেলার ভাদেলি গ্রামে তাঁর জন্ম হয় ৷
১৯৫৮ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন অর্থমন্ত্রী কৃষ্ণমাচারীকে পদত্যাগ করতে হয়েছিল কারণ বিচারপতি চাগলা কমিশন তাঁকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করেছিল। তখন কৃষ্ণমাচারীর পদত্যাগের পর , তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নিজে অর্থ মন্ত্রকের দায়িত্ব নেন এবং ১৯৫৮-৫৯ সালের বাজেট পেশ করেন।
মোরারজি দেশাই পরবর্তী অর্থমন্ত্রী হন এবং তিনি এখনও পর্যন্ত সর্বাধিক সংখ্যক বাজেট পেশ করেছেন- দশটি। এর মধ্যে ১৯৬৪ এবং ১৯৬৮ সালে তিনিই অর্থমন্ত্রী হিসেবে একেবারে ২৯ ফেব্রুয়ারি তাঁর জন্মদিনে দুটি বাজেট পেশ করার সুযোগ পেয়েছিলেন ।
এদিকে , অর্থমন্ত্রী মোরারজি দেশাইকে অগ্রাহ্য করে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৬৯ সালের জুলাই মাসে ১৪টি ব্যাঙ্ক জাতীয়করণের কথা ঘোষণা করেন ৷ তখন ব্যাঙ্ক জাতীয়করণের ঘোষণা করেই তিনি থামেননি , মোরারজি দেশাইয়ের কাছ থেকে অর্থমন্ত্রক কেড়ে নিজের হাতে নিয়ে নেন ইন্দিরা৷ আর জানিয়ে দেন মোরারজি চাইলে অন্য কোনও মন্ত্রকের দায়িত্ব নিয়ে তাঁর মন্ত্রিসভায় উপ প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারেন ৷ প্রধানমন্ত্রীর এহেন ব্যবহারে রীতিমতো ক্ষুব্ধ হয়ে মোরারজি শুধু মন্ত্রিসভা থেকেই পদত্যাগ করেননি কিছুদিনের মধ্যেই ভাঙন নেমে এসেছিল কংগ্রেস দলেও ৷
মোরারজি যোগ দেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ( অর্গানাইজেশন ) এবং শ্রীমতী গান্ধী গঠন করেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ( রুলিং ) ৷ এই ভাঙনের আগেই দেশাইয়ের গোষ্ঠীকে ‘ সিন্ডিকেট ’ এবং ইন্দিরা গোষ্ঠীকে ‘ ইন্ডিকেট ’ নামে ডাকা শুরু হয়েছিল৷
আবার ১৯৭৭ সালের মার্চ মাসে সপ্তম সাধারণ নির্বাচনের পর , তৎকালীন জনতা পার্টির অধীনে প্রথম অ-কংগ্রেসি সরকার গঠন হয় কেন্দ্রে ৷ তখন মোরারজি দেশাই প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আর তখন এইচ এম প্যাটেল হন তাঁর মন্ত্রিসভার অর্থমন্ত্রী ৷