Budget 2024: যেসব অর্থমন্ত্রী পরবর্তীকালে প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি হয়েছেন

Budget 2024: অর্থমন্ত্রী হলেন ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রধান। কেন্দ্রীয় মন্ত্রিসভার সবচেয়ে সিনিয়র অফিসগুলির মধ্যে অন্যতম হল অর্থমন্ত্রক , যার দায়িত্বে থাকে সরকারের আর্থিক নীতি।…

From Finance Ministers to Prime Ministers Leaders Who Ascended to Presidency Later in Life

Budget 2024: অর্থমন্ত্রী হলেন ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রধান। কেন্দ্রীয় মন্ত্রিসভার সবচেয়ে সিনিয়র অফিসগুলির মধ্যে অন্যতম হল অর্থমন্ত্রক , যার দায়িত্বে থাকে সরকারের আর্থিক নীতি। এর অংশ হিসাবে , অর্থমন্ত্রীর একটি মূল দায়িত্ব হল সংসদে বার্ষিক কেন্দ্রীয় বাজেট পেশ করা , যা আসন্ন আর্থিক বছরে আয় এবং ব্যয়ের জন্য সরকারের পরিকল্পনার বিশদ বিবরণ দেয় । বাজেটের মাধ্যমে অর্থমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বরাদ্দের রূপরেখাও তুলে ধরেন । এই সব কাজের জন্য নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তাঁকে অর্থ প্রতিমন্ত্রী এবং এই মন্ত্রকের অধীনস্ত পদস্থ আমলারা সহায়তা করে থাকেন ।

১৯৪৭ সাল থেকে এখনও পর্যন্ত মোট ৭৫টি বার্ষিক বাজেট, ১৪টি অন্তর্বর্তী বাজেট এবং চারটি বিশেষ বাজেট বা মিনি-বাজেট পেশ করা হয়েছে।১৯৪৭ সালের ২৬ নভেম্বর স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেন আর. কে. শনমুখম চেট্টি। অন্যদিকে গত বছর ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেন।

এটা ঘটনা কখনও কখনও কয়েকজন প্রধানমন্ত্রীকে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়েছে ফলে জওহরলাল নেহরু , ইন্দিরা, গান্ধী রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন বাজেট পেশ করেছেন। আবার এদেশে বেশ কয়েকজন অর্থমন্ত্রী রয়েছেন , যারা তাদের রাজনৈতির জীবনের প্রথম দিকে অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেছেন আবার পরবর্তী জীবনে তাঁরাই আবার একেবারে দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির পদ অলংকৃত করেছেন ৷

সেই সব অর্থমন্ত্রী যারা পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছেন তারা হলেন – মোরারজি দেশাই , চরণ সিং , বিশ্বনাথ প্রতাপ সিং এবং মনমোহন সিং ৷ এদিকে আবার আর ভেঙ্কটারমন এবং প্রণব মুখোপাধ্যায় অর্থমন্ত্রী হলেও পরবর্তীকালে তাঁরা একেবারে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন ।

মোরারাজি দেশাই পঞ্চাশ ষাটের দশকে অর্থমন্ত্রী হিসবে মোট দশটি বাজেট পেশ করেন , যারমধ্যে দুটি অন্তর্বর্তী বাজেট৷ পরবর্তী কালে ১৯৭৭ সালে সাধারণ নির্বাচনের পর , তৎকালীন জনতা পার্টির অধীনে কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসি সরকার গঠন হলে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

একদা অর্থমন্ত্রীর দায়িত্ব সামলানো চরণ সিং ১৯৭৯ সালে কিছুদিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন ৷ বিশ্বনাথ প্রতাপ সিং ১৯৮৯ ভারতের প্রধানমন্ত্রী হন৷ তবে তার আগে তিনি রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর মন্ত্রিসভার অর্থমন্ত্রী হয়েছিলেন৷

১৯৯১ সালে অর্থমন্ত্রী হয়ে ভারতীয় অর্থনীতিকে সংস্কারের পথ দেখিয়েছিলেন মনমোহন সিং৷ নরসীমা রাওয়ের প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি ছিলেন তার মন্ত্রীসভার অর্থমন্ত্রী৷ পরবর্তীকালে ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত মনমোহন সিং ছিলেন ভারতের প্রধানমন্ত্রী৷
১৯৮৭ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত আর ভেঙ্কটারমন ছিলেন দেশের রাষ্ট্রপতি৷ তবে তার আগে আশির দশকে তিনি ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন৷

প্রণব মুখোপাধ্যায় 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত ছিলেন দেশের রাষ্ট্রপতি৷ তবে তার আগে তিনি দীর্ঘদিন অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এবং তিনি আটটি বাজেট পেশ করেন৷