নয়াদিল্লি: আন্তর্জাতিক সীমান্ত বরাবর জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় বড়সড় অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ এই অভিযান শুরু হয় এবং শুক্রবার ভোর পর্যন্ত চলে। অভিযানে মোট ৭ জন জইশ-ই-মহম্মদ (JeM) জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে সূত্রের মাধ্যমে জানা গিয়েছে।
সাম্বা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা
BSF-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “৮ মে রাত ১১টার সময় সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে একটি বড় অনুপ্রবেশের চেষ্টাকে প্রতিহত করা হয়েছে।”
সীমান্তে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই BSF দ্রুত প্রতিক্রিয়া জানায়। সংঘর্ষ শুরু হলে জঙ্গিদের সঙ্গে তীব্র গুলির লড়াই হয়, যা কয়েক ঘণ্টা ধরে চলে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহত জঙ্গিরা পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের সদস্য এবং ভারতে বড়সড় হামলার পরিকল্পনা করছিল।
চরম উত্তেজনার আবহে ঘটলো এই ঘটনা BSF foils Samba infiltration
এই অনুপ্রবেশের চেষ্টা এমন এক সময়ে হয়েছে, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরমে। এর ঠিক একদিন আগেই, ৭ মে ভারত ‘অপারেশন সিন্ধুর’ এর অধীনে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের (POK) বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালায়। ওই হামলায় প্রায় ১০০ জন জঙ্গি নিহত হয় বলে সূত্রের খবর।
ভারতের ওই প্রত্যাঘাতের কারণ ছিল পহেলগাঁও-এ সংগঠিত একটি নারকীয় সন্ত্রাসবাদী হামলা, যেখানে ধর্মীয় লক্ষ্যবস্তু হিসেবে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করে সন্ত্রাসবাদীরা।
পাকিস্তানের পাল্টা হামলার চেষ্টা
৮ মে, পাকিস্তান একাধিক মিসাইল ও ড্রোন ব্যবহার করে জম্মু, পাঠানকোট ও উধমপুরে ভারতের সামরিক স্থাপনাগুলিকে টার্গেট করার চেষ্টা করে। যদিও ভারতীয় সেনা তা সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার
BSF এবং সেনাবাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। গোটা সীমান্ত অঞ্চলে নজরদারি বাড়ানো হয়েছে, ড্রোন ও নাইট ভিশন ক্যামেরার সাহায্যে সীমান্তে কড়া পাহারা বসানো হয়েছে। সামরিক সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে আরও অনুরূপ অনুপ্রবেশের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Bharat: BSF thwarts major infiltration attempt in Samba, Jammu & Kashmir, killing 7 Jaish-e-Mohammed (JeM) terrorists. Incident amid high India-Pakistan tensions following ‘Operation Sindoor’ airstrikes.