HomeBharatরাহুল গান্ধীর ‘H-বোমা’ দাবীতে 'ব্রাজিলীয় মডেলের' চাঞ্চল্যকর বয়ান!

রাহুল গান্ধীর ‘H-বোমা’ দাবীতে ‘ব্রাজিলীয় মডেলের’ চাঞ্চল্যকর বয়ান!

- Advertisement -

নয়াদিল্লি: মহারাষ্ট্র, কর্ণাটকের পর বুধবার ২০২৪ সালের হরিয়ানার বিধানসভা ভোটে ‘ভোট-চুরি’ , ‘চুরির সরকার’-এর অভিযোগ তোলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার দিল্লির সাংবাদিক বৈঠকে মঞ্চের জায়ান্ট স্ক্রিনে এক মহিলার ছবি তুলে ধরে রাহুল দাবী করেন, ম্যাথিউস ফেরেরো নামক এই ব্রাজিলীয় মডেলের ছবি ব্যবহার করে প্রায় ১০ টি বুথে সুইটি, সীমা, সরস্বতীর মত প্রায় ২২ টি নাম তালিকায় নথিভুক্ত আছে।

রাহুলের এই ‘হাইড্রোজেন বোমা’ স্বাভাবিকভাবেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা পৌঁছে গিয়েছে ওই মহিলার কাছেও। রাহুলের (Rahul Gandhi) দাবির প্রেক্ষিতে ভিডিও বার্তায় ‘চাঞ্চল্যকর’ বয়ান দিয়েছেন ওই নারী। ওই মহিলার আসল নাম লারিসা নেরি বলে জানা গিয়েছে। পেশায় মূলত হেয়ার ড্রেসার লারিসা জানিয়েছেন, ওই ছবি প্রায় ৮-১০ বছর আগে তোলা।

   

লারিসা বলেন, “এটা তো আমার পুরনো ছবি। একটা শুটের জন্য তোলা হয়েছিল। তখন আমার বয়স ১৮ কি ২০ ছিল হয়ত। আমি ঠিক জানি না, এখন এটা নির্বাচন বা ভোটদানের সঙ্গে জড়িত কিছুতে ব্যবহার করা হচ্ছে। তাও আবার ভারতে!” এরপর আরও চাঞ্চল্যকর বয়ান দেন লারিসা নেরি নামক ওই মহিলা। তিনি বলেন, “ওরা আমাকে ভারতীয় হিসেবে চিত্রিত করছে মানুষকে ঠকানোর জন্য। কী পাগলামি! কী পাগলামি? আমরা কোন জগতে বাস করছি?”

আরও অবাক করার বিষয় হল, ভিডিওতে ওই মহিলা পর্তুগীজ ভাষায় কথা বলছেন। তিনি আরও বলেন, “সমাজমাধ্যমে আমার ছবি ভাইরাল হয়ে গিয়েছে। আমাকে এক রিপোর্টার বিষয়টি জানতে ফোন করেন। আমি তখন আমার কাজের জায়গা, সেলুনে যাচ্ছিলাম। উনি ইন্সটাগ্রামে আমাকে খুঁজে পেয়ে ফোন করেছিলেন। আমি কথা বলতে চাইনি।” এরপর মহিলার এক বান্ধবীও নাকি তাঁকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন, বলে জানিয়েছেন লারিসা।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular