অবিশ্বাসের জেরে প্রেমিকাকে ছুরিকাঘাত, থানায় আত্মসমর্পণ প্রেমিকের

Lokayukta Intensifies Probe, Raids Minister’s Aide in Karnataka
Lokayukta Intensifies Probe, Raids Minister’s Aide in Karnataka

মুম্বই: প্রেমিকা বিশ্বাসযোগ্য নয়, এই ভ্রান্ত ধারণার বশে প্রেমিকাকে কুপিয়ে খুন  (Murder) করলেন এক গ্যারেজের মেকানিক। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুনের পিম্প্ররি চিঞ্চওয়াড় এলাকায়। রবিবার পুলিশ জানিয়েছে, প্রেমিকাকে খুনের পর থানায় এসে আত্মসমর্পণ করে পুনের পিসোলি গ্রামের বাসিন্দা দিলাওয়ার সিং (২৫)।

পুলিশ সূত্রে খবর, প্রেমিকা মেরি মাল্লেশ তেলুগুর ফোনে অন্য এক পুরুষের সঙ্গে ছবি দেখতে পান অভিযুক্ত প্রেমিক। এরপরেই মাথায় খুন চড়ে যায় তাঁর। ওয়াকাদ থানার এক পুলিশ (Police) কর্মকর্তা বলেন, “শনিবার সন্ধ্যায় দিলাওয়ার কোন্ধোয়া থানায় পৌঁছে পুলিশকে জানান তাঁর প্রেমিকা তাঁকে ধোঁকা দিয়ে অন্য কোনও পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত।

   

ওইদিন বিকেলে প্রেমিকা মেরিকে ওয়াকাদের কালাখাদক এলাকার একটি লজে নিয়ে গিয়েছিলেন অভিযুক্ত। প্রেমিকার ফোন চেক করতে গিয়ে অন্য একজন পুরুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি দেখতে পান। ক্ষোভের বশে ধারালো ছুরি এবং রেঞ্চ দিয়ে কুপিয়ে প্রেমিকাকে হত্যা করেন।”

পুলিশের কর্মকর্তা আরও বলেন, কোন্ধোয়া স্টেশনের পরিদর্শক পিম্পরি চিঞ্চওয়াড়ের আওতাধীন ওয়াকাদ থানাকে ওই ব্যক্তির বক্তব্য সম্পর্কে জানানো হয়। “ওয়াকাদ থানার পুলিশ বাহিনী ওই লজে গিয়ে মহিলার মৃতদেহ (Deadbody) উদ্ধার করে। অভিযুক্ত প্রেমিক দিলাওয়ার সিংকে গ্রেফতার করে ওয়াকাদ পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান ওয়াকাদ থানার পুলিশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন