স্বামীর প্রেমিকার বিরুদ্ধে স্ত্রীর গার্হস্থ্য হিংসার মামলা খারিজ বোম্বে হাইকোর্টের

স্বামীর বান্ধবীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা করেছিলেন মুম্বাইয়ের এক মহিলা। কিন্তু সেই মামলা খারিজ করে দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। আদালত সূত্রে জানা গিয়েছে,…

Bombay High court

স্বামীর বান্ধবীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা করেছিলেন মুম্বাইয়ের এক মহিলা। কিন্তু সেই মামলা খারিজ করে দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। আদালত সূত্রে জানা গিয়েছে, গার্হস্থ্য হিংসার আইনে স্বামীর বান্ধবী কখনওই তাঁর আত্মীয় হিসাবে গণ্য হতে পারেন না।

মঙ্গলেই নবান্ন অভিযান, রাজ্যের আবেদনে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট

   

তাই তাঁর গার্হস্থ্য হিংসার মামলা করা যাবে না। ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় চার্জ গঠন করা খারিজ করে দিয়েছে আদালত।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে মোদী, জেলেন্সস্কির কাঁধে হাত রেখে ‘শান্তি’র আশ্বাস প্রধানমন্ত্রীর

অভিযোগকারী ওই মহিলা স্বামীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের মামলা করেছিলেন। স্বামীর বান্ধবীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনেছিলেন তিনি। সেই স্বামীর বান্ধবীও পিটিশন দায়ের করেছিলেন।

লক্ষ্ণীর ভাণ্ডারের ফেরৎ ফর্ম! এবার প্রতি-আক্রমণে তৃণমূল, রাজ্যের কাছে বড় দাবি কুণালের

ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় স্বামী বা তাঁর স্ত্রীকে হেনস্থা করলে, এই ধারায় বিচার হয়। কিন্তু স্বামীর বান্ধবী পরিবারের আত্মীয় না হওয়ায় গার্হস্থ্য হিংসারল মামলা গ্রহণ করেনি আদালত। অভিযোগকারিনী মহারাষ্ট্রের একটি মহিলা শিক্ষা প্রতিষ্টানের সঙ্গে যুক্ত রয়েছেন।