উপ-রাষ্ট্রপতির বাসভবনে বোমাতঙ্ক! তন্নতন্ন করে খুঁজল বম্ব-স্কোয়াড ও পুলিশ

Bomb threat at Vice President 's home

চেন্নাই: চেন্নাইতে সম্প্রতি একের পর এক পরিচিত ব্যক্তির বাড়ি ও অফিসে বোমা হুমকি এসেছে। শুক্রবার উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের বাসভবনের উদ্দেশ্যে ইমেই করে হুমকি দেওয়া হয়। তামিলনাড়ু ডিজিপি অফিসে হুমকি বার্তার খবর পৌঁছাতেই পুলিশ ও বম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে যায়। চিরুনি তল্লাশির পর নিশ্চিত করা হয়, তাঁর বাড়িতে কোনো বিস্ফোরক নেই। পুলিশ জানায়, এই হুমকি বার্তা ছিল ভুয়ো।

Advertisements

আগেও হুমকি

এর আগে মঙ্গলবার, সুরসম্রাট ইলইয়ারাজারার স্টুডিওতেও একই ধরনের হুমকি আসে। পুলিশ এবং বোমা নিষ্কাশন দল পুরো স্টুডিও ও আশেপাশের এলাকা তল্লাশি করে। তবে কোথাও কোনও বিস্ফোরক মেলেনি।

গত সপ্তাহে চেন্নাই পুলিশের কাছে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের নীলাঙ্গরাই বাড়ির উদ্দেশ্যে ফোন কলের মাধ্যমে হুমকি আসে। কলকারী, যিনি কানিয়াকুমারির বাসিন্দা বলে মনে করা হচ্ছে, হুমকি দেন যে ভবিষ্যতে যদি বিজয় জনসভা করেন, তার বাড়িতে বোমা রাখা হবে। পরে পুলিশ এটিকে ভুয়ো বলে ঘোষণা করে।

Advertisements

ভুয়ো হুমকি Bomb threat at Vice President ‘s home 

পুলিশ জানিয়েছে, এখন সব হুমকির উৎস ও দায়িত্বশীল ব্যক্তিদের খোঁজ করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। বিশেষ করে প্রখ্যাত ব্যক্তিদের বাড়ি ও অফিসে সতর্কতা অব্যাহত রয়েছে।