কারখানার বয়লার ফেটে মৃত্যু অনেকের, আহত ২৫ জন

আচমকা ফাটল বয়লার, আহত হলেন বহু মানুষ। জানা গিয়েছে, গভীর রাতে হরিয়ানার (Haryana) সোনিপতের কুন্ডলি থানা এলাকায় শ্রী গণেশ নামে একটি কারখানায় বয়লার ফেটে যায়।…

আচমকা ফাটল বয়লার, আহত হলেন বহু মানুষ। জানা গিয়েছে, গভীর রাতে হরিয়ানার (Haryana) সোনিপতের কুন্ডলি থানা এলাকায় শ্রী গণেশ নামে একটি কারখানায় বয়লার ফেটে যায়। দুর্ঘটনায় দুজন নিহত ও ২৫ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার সময় কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন বলে খবর। জানলে অবাক হবেন, বিস্ফোরণটির তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে কাছাকাছি নির্মিত অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিকটবর্তী একটি বাড়িও পড়েছে, যেখানে অনেক লোক চাপা পড়েছে বলে জানা গেছে। আশপাশের লোকজন ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করে আনেন। তাঁরা নারেলার রাজা হরিশ চন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন।

   

জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। বর্তমানে ঘটনাস্থলে দমকলের গাড়ি যায়। একই সঙ্গে পুলিশ ও অন্যান্য সংস্থা উদ্ধার কাজ চালাচ্ছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে সোনিপতের কুন্ডলি শহরে। তিনি বলেন, আমরা ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করেছি। কুন্ডলির এসএইচও দেবেন্দর সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় ২৫ জন আহত হয়েছেন।

Advertisements

 

 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News