Uttar Pradesh: কুশীনগরে সারি সারি শিশু ও মহিলাদের মৃতদেহ, বিয়েবাড়ি এখন বিষাদবাড়ি

ভোর রাত থেকে আতঙ্ক ও শোকের কালো ছায়া ছড়িয়ে আছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) কুশীনগরে। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১৩ জন। এদের মধ্যে ১১ শিশুকন্যা ও দুই মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। চারিদিকে কান্নার শব্দ। যে বিয়ে বাড়ির অনুষ্ঠানে এরা এসেছিলেন সেখানে বিষাদ নেমেছে।

Advertisements

অভিযোগ, দুর্ঘটনার পর বারবার এম্বুলেন্সে খবর দিলেও তারা গড়িমসি করেছে। কুশীনগরের সর্বত্র ছড়িয়েছে ক্ষোভ।

বুধবার রাতে উত্তরপ্রদেশেরর কুশিনগরে বিয়ের অনুষ্ঠান চলাকালীন আচমকা দুর্ঘটনা ঘটে। কুয়োতে পড়ে গিয়ে মহিলা ও শিশু সহ ১৩ জনের মৃত্যু হয়। তাঁরা একটি পুরানো কুয়োর উপর ঢাকা দেওয়া স্ল্যাবের উপর বসেছিলেন। স্ল্যাবটি ভেঙে পড়ার ফলে তাঁরাও কুয়োতে পড়ে যান। জেলাশাসক জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।

Advertisements

কুশিনগরের নেবুয়া নৌরাঙ্গিয়ায় দুর্ঘটনাটি ঘটেছে জেলাশাসক এস রাজালিঙ্গম জানিয়েছেন, তাঁদের কাছে কূপে পড়ে ১১ জনের মৃত্যুর খবর রয়েছে। আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। পরে, গোরক্ষপুক জোনের এডিজি অখিল কুমার জানান, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ জন৷ 

কুশীনগরের এই দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক জানিয়েছেন। সমাজবাদী পার্টির নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব, অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএসপি নেত্রী মায়াবতী ও কংগ্রেসের তরফে এসেছে শোকবার্তা। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও শোক জানিয়েছেন।