UP: গঙ্গায় তলিয়ে গেল নৌকা, বহু নিখোঁজ

উত্তরপ্রদেশে ভয়াভহ নৌকাডুবিতে মৃত কমপক্ষে ৪ (প্রতিবেদন লেখার সময়) এবং অসংখ্যের এখনও কোনও খোঁজ নেই। উদ্ধারকাজ চলছে দ্রুতগতিতে। Advertisements ঘটনাটি সোমবার ঘটেছে উত্তরপ্রদেশের বাল্লিয়া জেলার…

উত্তরপ্রদেশে ভয়াভহ নৌকাডুবিতে মৃত কমপক্ষে ৪ (প্রতিবেদন লেখার সময়) এবং অসংখ্যের এখনও কোনও খোঁজ নেই। উদ্ধারকাজ চলছে দ্রুতগতিতে।

Advertisements

ঘটনাটি সোমবার ঘটেছে উত্তরপ্রদেশের বাল্লিয়া জেলার মালদেপুরে গঙ্গা নদীতে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নৌকোটি ৪০ থেকে ৫০ জনকে নিয়ে যাচ্ছিল। এরমধ্যে ৪ জন মহিলার দেহ উদ্ধার করা হয়।

   

স্থানীয় মাঝিদের সাহায্যে উদ্ধারকাজ চলছে। আহতদের বাল্লিয়াতে জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে।

প্রাথমিকভাবে, বাল্লিয়া জেলা শাসক রবীন্দ্র কুমার জানান, “এখনও অবধি ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৩ জনের জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। উদ্ধারকাজ এখনও চলছে।“

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে অধিক যাত্রী নিয়ে যাওয়ার ফলেই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটি স্থানীয় মেলার উদ্দেশ্যে যাচ্ছিল যখন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।