Manipur: ফের রক্তাক্ত মণিপুর, মুখ্যমন্ত্রী বললেন কমপক্ষে ৩৩ জঙ্গি খতম

মণিপুরে (Manipur) নতুন করে জাতিগত সংঘর্ষের রেশ ধরে স্থানীয় উপজাতি বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির বিরুদ্ধে বিরাট সেনা অভিযান চলছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেছেন শনিবার থেকে যে…

মণিপুরে (Manipur) নতুন করে জাতিগত সংঘর্ষের রেশ ধরে স্থানীয় উপজাতি বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির বিরুদ্ধে বিরাট সেনা অভিযান চলছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেছেন শনিবার থেকে যে অভিযান চলছে তাতে কমপক্ষে ৩৩ জঙ্গি খতম। তালিকায় সংখ্যা আরও বাড়বে বলেই জানান তিনি।

বিজেপি শাসিত মণিপুরে সংখ্যাগুরু মেইতেইতের সাথে উপজাতি কুকিদের জাতিগত সংঘর্ষে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। খ্রিষ্টান ধর্মাবলম্বী কুকিদের অভিযোগ হিন্দু ধর্মাবলম্বী সংখ্যাগুরু মেইতেইদের বিশেষ সুবিধা পাইয়ে দিতে ততপর রাজ্যের বিজেপি সরকার। কয়েকটি চার্চ ভাঙা হয়। এই বিতর্ক থেকে শুরু হয় মেইতেই বনাম কুকি রক্তাক্ত সংঘর্ষ। ষাট জনের বেশি মারা যান।

সেনা নামিয়ে প্রথম দফায় সেই পরিস্থিতি সামাল দেওয়া হয়। তবে তা ফের ছড়ায়। নতুন করে সংঘর্ষের মাঝে মণিপুরে চলছে সেনাবাহিনীর জঙ্গি দমন অভিযান। রাজ্য সরকারের দাবি, কুকি উপজাতিভুক্ত সশস্ত্র গোষ্ঠির বিরুদ্ধে অভিযান চলছে।

এর মাঝে মণিপুর সফর করেছেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। সেনা কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার বেশ কয়েকটি জায়গায় সশস্ত্র উপজাতি দল ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে।

মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রবিবার সাংবাদিকদের কাছে দাবি করেছেন যে সর্বশেষ দফা সংঘর্ষ কুকি জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে হয়।

সেনাবাহিনী জানাচ্ছে, সশস্ত্র গোষ্ঠির সদস্যদের ধরতে অসম রাইফেলসের সাথে ইম্ফল উপত্যকার আশেপাশের উচ্চতর অঞ্চলে বড় আকারের চিরুনি অভিযান চালানো হচ্ছে। কাংচুক, মটবুং, সাইকুল, পুখাও এবং সাগোলমাং এলাকায় তল্লাশি অভিযান ২৭ মে ভোর থেকে শুরু হয়।

মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, কুকি জঙ্গিরা ক্রমাগত অসামরিক বাসিন্দাদের উপর হামলা করছে। তিনি আরও জানান যে হামলার সময় ৩৩ জনের মতো কুকি জঙ্গি নিহত হয়েছে। তিনি বলেন, কুকি জঙ্গিদের খুঁজে বের করতে হেলিকপ্টার নজরদারি ব্যবহার করে ব্যাপক অভিযান শুরু হয়েছে। কুকি জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে ভারী বন্দুক লড়াই চলছে।